ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

টলিউডের ছবিতে ফের অভিনয়ে নাসিরুদ্দিন

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০১২

কলকাতা: দীর্ঘ কয়েক বছর পরে আবার বাংলা ছবিতে অভিনয় করছেন বলিউডের প্রখ্যাত অভিনেতা নাসিরুদ্দিন শা। এর জন্য প্রায় একমাস তিনি কলকাতা রয়েছেন।



টলিউডের পরিচালক যুধাজিত সরকার পরিচালিত ‘খাসি কথা’ নামের একটি ভিন্নধর্মী বাংলা ছবিতে প্রধান চরিত্রে তিনি অভিনয় করছেন।

মঙ্গলবার কলকাতার এনটিওয়ান স্টুডিওতে চলল দিনভর শ্যুটিং। জানা গেছে, ছবিতে এক কসাইয়ের চরিত্রে অভিনয় করছেন বলিউডের এই নামকরা অভিনেতা। ছবির গল্পে যেমন রয়েছে অভিনবত্ব তেমনি রয়েছে অ্যানিমেশনের ছোঁয়া।

নাসিরউদ্দিন ছাড়াও ছবিতে রয়েছেন শুভাশিস মুখোপাধ্যায়, শিলাজিত প্রমুখ। ছবিতে রয়েছে কয়েকটি ভিন্ন স্বাদের গান। এছাড়াও বাড়তি পাওনা হিসাবে থাকছে চোখ ধাঁধানো আইটেম ডান্স।

বাংলাদেশ সময়: ১৫৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।