ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

সিপিএমের রাজ্য সম্পাদক হিসেবে পুনর্নির্বাচিত বিজন ধর

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০১২

আগরতলা (ত্রিপুরা):  সিপিআই (এম) ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন বিজন ধর। বুধবার দুপুরে শেষ হয়েছে পার্টির ২০ তম রাজ্য সম্মেলন।

৮৪ জনকে নিয়ে গঠিত হয়েছে নতুন রাজ্য কমিটি। যার মধ্যে চারজন নতুন। বাদ দেওয়া হয়েছে তিন জনকে।

নব গঠিত রাজ্য কমিটিতে সব চেয়ে বড় চমক রমা দাস। তিনি এবার রাজ্য সম্পাদকমণ্ডলীতেও জায়গা পেয়েছেন। এবারই প্রথম কোনো মহিলা সিপিএমের ত্রিপুরা রাজ্য সম্পাদকমণ্ডলীতে ঢুকল। রমা দাস অবশ্য গত পার্টি কংগ্রেসে কেন্দ্রীয় কমিটির সদস্য হয়েছিলেন।

কেন্দ্রীয় কমিটির সদস্য হলেও এত দিন তার স্থান হয় নি রাজ্য সম্পাদকমণ্ডলীতে। তিনি রাজ্য গনতান্ত্রিক মহিলা সমিতিরও সভানেত্রী। রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য সংখ্যা ১৪ জনের।

সম্মেলন শেষে এক সংবাদিক সম্মেলনে এ খবর জানান পার্টির রাজ্য কমিটির মুখপাত্র গৌতম দাস।

তিনি বলেন, রাজ্যে পার্টির গনভিত্তিকে আরও মজবুত করে সাম্রাজ্যবাদ, পুঁজিবাদ এবং সম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই করার আওয়াজ উঠছে এবারের সম্মেলন থেকে।

বাংলাদেশ সময়: ১৬২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।