ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কলকাতা বইমেলায় তসলিমার বইয়ের প্রকাশনা উৎসব পণ্ড

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১২

কলকাতা: বাংলাদেশের বিতর্কিত প্রবাসী লেখিকা তসলিমা নাসরিনের ‘নির্বাসন’ বইয়ের প্রকাশনা অনুষ্ঠান পণ্ড হয়ে গেল।

বুধবার সন্ধ্যার পর কলকাতায় বইমেলার অডিটোরিয়ামে এই অনুষ্ঠান হওয়ার কথা থাকলেও তা শেষ মুহূর্তে বাতিল করতে হয়।

    

তসলিমা নাসরিন তার আত্মজীবনীর সপ্তম খণ্ড প্রকাশের জন্য কয়েকদিন আগেই কলকাতা আসেন।

তসলিমা নাসরিনের আত্মজীবনীর প্রকাশনা অনুষ্ঠান করতে দেয়নি কলকাতার বই প্রকাশক ও বিক্রেতাদের সংগঠন ‘বুক পাবলিশার্স এন্ড বুক সেলার্স গিল্ড’। তারাই কলকাতা বইমেলার আয়োজক।

বুধবার নাসরিনের আত্মজীবনীর সপ্তম খণ্ড প্রকাশিত হওয়ার দিন আগেই নির্ধারিত ছিল। গিল্ডের অডিটোরিয়ামে প্রকাশিত হওয়ার কথা থাকলেও, শেষ মুহূর্তে অনুমতি প্রত্যাহার করে গিল্ড। ফলে নিজেদের স্টলেই বইটি প্রকাশ করতে হয় প্রকাশককে।

গিল্ডের এই সিদ্ধান্তের সমালোচনায় সরব হয়েছেন তসলিমা নাসরিন। ঘটনার পরপরই তিনি নিজের টুইটে গিল্ডের এ সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছেন।

বাধ্য হয়ে প্রকাশনী সংস্থার স্টলের বাইরে বইটির উদ্বোধন করেন নাট্যকার-লেখক নবারুণ ভট্টাচার্য।

বইটির প্রকাশক নবারুন ভট্টাচার্য বলেন, ‘আমি লজ্জিত ও মর্মাহত। শেষ পর্যন্ত বইটি ফুটপাতে প্রকাশিত হয়। ’

তিনি আরও বলেন, ‘কাদাঘাঁটার রুচি আমার নেই, তবে এখন বোধহয় এরকমই হবে!’

উল্লেখ্য, প্রকাশক নবারুণ ভট্টাচার্য কলকাতার মমতাপন্থী সাহিত্যিক মহাশ্বেতা দেবীর ছেলে।

বাংলাদেশ সময় : ০০৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।