ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

মহাকরণে কনস্টেবলের আত্মহত্যা

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১২

কলকাতা: মহাকরণে বুধবার নিজের সার্ভিস রাইফেল থেকে গুলি চালিয়ে আত্মহত্যা করলেন কলকাতা পুলিশের এক কনস্টেবল।

বুধবার রাত সাড়ে ৮টায় সহদেব মণ্ডল নামে এই কনস্টেবল আচমকাই নিজের সার্ভিস রাইফেল থেকে গুলি করেন।

এই সময় তার কাছেই ছিলেন রাজ্যের পরিবহণ ও ক্রীড়ামন্ত্রী মদন মিত্র।

আচমকা এই ঘটনায় সবাই হতচকিত হয়ে যান। গুরুতর আহত সহদের মণ্ডলকে দ্রুত পিজি হাসপাতালে ভর্তি করা হয়। কিছুক্ষণের মধ্যেই তিনি মারা যান।

বাংলাদেশ সময় : ০০৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।