ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

জলপথে আইলার বিধ্বস্ত এলাকা পরিদর্শন মমতার

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১২
জলপথে আইলার বিধ্বস্ত এলাকা পরিদর্শন মমতার

কলকাতা: মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার সুন্দরবন সফরের শেষ দিনে বুধবার দক্ষিণ ২৪ পরগনার সজনেখালি থেকে সোনাখালি পর্যন্ত নদীপথে পরিভ্রমণ করেন।

এদিন তার মূল লক্ষ্য ছিল আইলা বিধ্বস্ত এলাকা পরিভ্রমণ করা।

আড়াই ঘন্টার এই সফরে তিনি সজনেখালির পাখিরালয়ে নেমে সেখানকার মানুষজনের সঙ্গে কথা বলেন।

মঙ্গলবার তিনি জনসভায় বেশ কিছু প্রকল্পের কথাও ঘোষণা করেছেন। ৮৮কোটি রুপি কেন্দ্রীয় সরকার তাদের জন্য বরাদ্দ করেছে বলেও মুখ্যমন্ত্রী এদিন জানান।

তার এ সফরের একটা অন্যদিক রয়েছে সুন্দরবনের পর্যটন শিল্পের উন্নতি। মুখ্যমন্ত্রী প্রশাসনিক কর্তাদের সঙ্গে আধুনিক মানের পর্যটন নিয়ে কথা বলেন। আগামী এক মাসের মধ্যে তাদের রিপোর্ট পাঠাতে বলেছেন।

দুদিনের সফর শেষ করে এদিন সন্ধ্যায় তিনি কলকাতায় ফিরে আসেন।

বাংলাদেশ সময় : ০১৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।