ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকারের পদত্যাগ দাবি

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১২

আগরতলা (ত্রিপুরা) :  মুখ্যমন্ত্রী মানিক সরকারের পদত্যাগ দাবি করেছে ত্রিপুরা কংগ্রেস।

কংগ্রেসের মুখপাত্র রতন চক্রবর্তী ও প্রাক্তন বিধায়ক তাপস দে সংবাদ সম্মেলনে   এ দাবি জানান।



সংবাদ সম্মেলনে তারা বলেন, মুখ্যমন্ত্রী মানিক সরকার সন্ত্রাসবাদী সংগঠনগুলোর সঙ্গে কংগ্রেসের সম্পর্ক রয়েছে বলে প্রচার করছেন। অথচ এ সম্পর্ক তার কাছে  কোন প্রমাণ  নেই।

সংবাদ সম্মেলনে তারা বলেন, সন্ত্রাসবাদী সংগঠনগুলোর সঙ্গে কংগ্রেসের সম্পর্ক রয়েছে এ ধরণের  কোন তথ্য প্রমাণ যদি মুখ্যমন্ত্রীর হাতে থাকে তবে  তিনি জনসমক্ষে প্রকাশ করুন। আর তিনি যদি এ ধরণের কোন প্রমাণ দিতে না পারেন তাহলে তার পদত্যাগ করা উচিত ।


সংবাদ সম্মেলনে তারা  বলেন, বিরোধীরা রাজ্য সরকার সম্পর্কে  যে দুর্নীতির অভিযোগ আনছে তা  থেকে জনগণের দৃষ্টি অন্য দিকে ঘুরিয়ে দিতেই মুখ্যমন্ত্রী এ ধরণের বক্তব্য দিচ্ছেন।

উল্লেখ্য, মুখ্যমন্ত্রী মানিক সরকার সম্প্রতি আস্তাবল ময়দানে  তার দলের এক জনসভায় বলেন, আসন্ন বিধান সভা নির্বাচনকে সামনে  রেখে বিরোধীরা সন্ত্রাসবাদী শক্তিগুলোকে জাগিয়ে  তোলার চেষ্টা করছে।

মুখ্যমন্ত্রীর ঐ বক্তব্যের পরিপ্রেক্ষিতেই কংগ্রেসের এই সংবাদ সম্মেলন। তিনি বলেন, এর আগেও সিপিএম বহুবার রাজ্য কংগ্রেস সম্পর্কে এ ধরণের অভিযোগ তুলেছে।
 
বাংলাদেশ সময়: ১৭১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।