ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে যাচ্ছেন না শেখ হাসিনা

রক্তিম দাশ, ব্যুরো চিফ, কলকাতা | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১২
কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে যাচ্ছেন না শেখ হাসিনা

কলকাতা: বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন উৎসবে আসছেন না, জানানো হয়েছে আনুষ্ঠানিকভাবে।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ তথা রাজ্যপাল এম কে নারায়ণন বলেছেন, সম্ভবত ব্যস্ত থাকার জন্যই তিনি আসতে পারছেন না।



সম্প্রতি ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে অনুষ্ঠানে উপস্থিত থাকলেও কলকাতা বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে শেখ হাসিনা শেষ পর্যন্ত আসবেন কি না তা নিয়ে ধুম্রজাল তৈরি হয়।

কলকাতার রাজনৈতিক মহলের ধারণা, তিস্তার পানি বন্টন চুক্তিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুমতি না পাওয়ায় চুক্তি প্রক্রিয়া ব্যর্থ হয়। ফলে দেশের মানুষের কাছে শেখ হাসিনা অসম্মানিত হন। তাই কলকাতায় এসে নতুন করে বির্তক তৈরি হোক, এটা চাইছেন না শেখ হাসিনা।

বাংলাদেশ সময়: ২০৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।