ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কলকাতার ২টি বিধ্বংসী অগ্নিকাণ্ড

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১২

কলকাতা: কলকাতায় বৃহস্পতিবার ২টি পৃথক বিধ্বংসী অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এতে কেউ আহত হননি।

এদিন সন্ধে ৭টা নাগাদ মহেশতলার এক কাপড়ের গুদামে আগুন লাগে । গুদামে দাহ্য বস্তু থাকায় আগুন ভয়াবহ চেহারা নেয়। গুদামের লাগোয়া একটি টিভি স্টুডিওতে দ্রুত ছড়িয়ে পড়ে আগুন।
তখন ওই স্টুডিওতে ভেঙ্কটেশ ফিল্মের `সিঁদুর খেলা` টিভি সিরিয়ালের শুটিং চলছিল। আগুন ছড়িয়ে পড়ে আশেপাশের ঝুপড়িতে। ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ২৫ টি ইঞ্জিন। স্টুডিও থেকে কলাকুশলীদের নিরাপদে বার করে আনা হয়েছে। অক্ষত অবস্থায় আছে সিরিয়ালের সেটটিও। আশেপাশের ভবনগুলো থেকেও নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয় বাসিন্দাদের।
স্থানীয় বাসীন্দাদের অভিযোগে, প্রায় ৪০ মিনিট পরে দমকল আসে আগুন নেভাতে।
কিন্তু এই অভিযোগ অস্বীকার করেন ঘটনাস্থলে উপস্থিত রাজ্যের দমকলমন্ত্রী জাভেদ খান, পৌরমন্ত্রী ববি হাকিম ও কলকাতার মেয়র শোভন চ্যাটার্জি।
ঘটনাস্থলে দাঁড়িয়ে দমকল দেরীতে আসার অভিযোগ অস্বীকার করে জাভেদ খান বলেন, ‘এই গুদামটিতে প্রচুর কাপড়ের গাঁটসহ গ্যাস সিলিন্ডার ছিল। এর ফলে দ্রুত আগুন আয়ত্বের বাইরে চলে যায়।
অন্যদিকে, রাত ১০টা নাগাদ মধ্য কলকাতার সেন্ট্রাল মেট্রো স্টেশনের পাশে ডমজেন লেনে একটি প্যাকিং বাক্সের গুদামে আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের ৭টি ইঞ্জিন। সরু গলির মধ্যে গুদামটির অবস্থান হওয়ায় দমকলকর্মীদের গুদামটিতে প্রবেশ করতে কষ্ট হয়।

বাংলাদেশ সময়: ১৮৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।