ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ভারত ৫০ লাখ টন চাল-চিনি পাঠাবে

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১২

কলকাতা : চলতি বছরেই বাংলাদেশে চাল ও চিনি রফতানির জন্য অনুমতি দিলো ভারত সরকার। নয়াদিল্লিতে এই রফতানির অনুমোদন দিয়েছে ভারতের মন্ত্রিসভার বিশেষ কমিটি ‘ইজিওএম’।



এই অনুমতির ফলে বাংলাদেশে চলতি বছরে আরো ৪০ লাখ টন চাল রফতানি করা হবে। এছাড়াও ১০ লাখ টন চিনিও পাঠানো হবে। তবে আনুষ্ঠানিকভাবে এখনই ঘোষণা দেওয়া হচ্ছে না। কারণ উত্তরপ্রদেশে নির্বাচন চলছে।

এক্ষেত্রে নির্বাচন কমিশনের অনুমতি লাগবে।

সড়কপথেই এই চাল রফতানির ছাড়পত্র দেওয়া হয়েছে। ভারতের অর্থমন্ত্রী প্রণব মুখার্জির নেতৃত্বে ইজিওএম কমিটি মঙ্গলবার এই সিদ্ধান্ত গ্রহণ করেছে।

বাংলাদেশ সময় : ১৩০৭ ঘন্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।