ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

বছরের মাঝামাঝি কলকাতা যাবেন হাসিনা

রক্তিম দাশ, কলকাতা ব্যুরো চিফ | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১২
বছরের মাঝামাঝি কলকাতা যাবেন হাসিনা

কলকাতা: এখন না এলেও কলকাতা বিশ্ববিদ্যালয়ের সন্মানসূচক ডিলিট ডিগ্রি গ্রহণ করতে চলতি বছরই কলকাতায় আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুরঞ্জন দাস বলেছেন, ব্যস্ততার কারণেই বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিতে পারবেন না বলে জানিযেছেন শেখ হাসিনা।

সম্প্রতি বিশ্ববিদ্যালয়ে ঢাকার প্রধানমন্ত্রীর দফতর থেকে এই সংক্রান্ত চিঠি এসে পৌঁছেছে। তার পরিবর্ততে এই উৎসবে আসছেন বিশিষ্ট পরিচালক শ্যাম বেনেগাল।

তিনি আরো জানিয়েছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রীর দফতর থেকে জানানো হয়েছে আপাতত না হলেও, অন্য সময়ে তিনি আসবেন। এর জন্যই চলতি বছরের মাঝামাঝি সময়ে একটি বিশেষ সমাবর্তন অনুষ্ঠান করে তাকে সাম্মানিক ডিলিট প্রদান করা হবে কলকাতার বিশ্ববিদ্যালয়ের তরফে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার কলকাতার বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ তথা পশ্চিমবঙ্গের রাজ্যপাল এমকে নারায়ণন সমাবর্তন অনুষ্ঠানে শেখ হাসিনা আসছেন না বলে জানিয়েছিলেন।

বাংলাদেশ সময়: ০৮৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।