ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

সোমবার ভারতে ফিরবেন ১১ অপহৃত জেলে

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১২

কলকাতা : পশ্চিমবঙ্গের সুন্দরবনের কেঁদো দ্বীপে মাছ ধরতে গিয়ে বাংলাদেশি দস্যুদের দ্বারা অপহৃত ১১ ভারতীয় জেলে সোমবার দেশে ফিরছেন।

রাজ্য প্রশাসন সূত্রে জানা গেছে, ওই ১১ জেলেকে রোববারই ফিরিয়ে আনার কথা থাকলেও প্রত্যাবর্তন চুক্তি অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্র তৈরি না হওয়ায় বাংলাদেশের তরফ থেকে তাদের ফেরত দেয়া হয়নি।



তবে তাদের ফেরত পাঠানোর আনুষঙ্গিক কাজ সোমবারই শেষ হবে বলে বিজিবির তরফে জানানো হয়েছে।

এদিকে, রোববারই অপহৃতরা ফিরে আসবেন এমন খবর পেয়ে সকাল থেকেই পেট্রাপোল সীমান্তের উত্তর চব্বিশপরগনা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মেহবুব আখতারসহ বিএসএফের কর্মকর্তারা অপেক্ষা করেন। কিন্তু দীর্ঘক্ষণ অপেক্ষার পর বিজিবির তরফ থেকে কাগজপত্র তৈরি না হওয়ার কথা জানানো হয়।

কাগজপত্র তৈরি হলে সোমবার তাদের ফেরত দেয়া হবে বলেও জানানো হয়।

বাংলাদেশ সময় : ১০২৫ ঘন্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।