ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

টুইটারের পর এবার ফেসবুকে ভারতের প্রধানমন্ত্রী

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১২

কলকাতা : টুইটারের পর এবার ফেসবুকে অ্যাকাউন্ট খুলতে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং। প্রধানমন্ত্রীর দফতর (পিএমও) বিষয়টি খতিয়ে দেখছে বলে গত সোমবার সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।



প্রধানমন্ত্রীর দফতর সূত্রে জানা গেছে, দেশবাসীর কথা সরাসরি জানার জন্য সামাজিক যোগাযোগের ওয়েবসাইটগুলোকে আরো বেশি করে ব্যবহার করতে চান প্রধানমন্ত্রী। তাই তরুণ সমাজের মধ্যে অত্যন্ত জনপ্রিয় যোগাযোগ মাধ্যম ফেসবুকে অ্যাকাউন্ট খোলার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এর পাশাপাশি সংবাদমাধ্যমের সঙ্গে প্রধানমন্ত্রীর সরাসরি মত বিনিময় তো চলবেই।

সরকারি সূত্রের মতে, টুইটারে অ্যাকাউন্ট খোলার পর প্রধানমন্ত্রীর ফলোয়ার দু-সপ্তাহের মধ্যেই সাড়ে ৩৮ হাজার ছাড়িয়ে গেছে। দফতরের সঙ্গে সামাজিক যোগাযোগের সাইটের সাহায্যে যোগাযোগ আরও সুষ্ঠু করার জন্য একটি ছোট অফিসও খোলা হচ্ছে।

প্রধানমন্ত্রীর দফতর এবং প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল থেকে বিপন্নদের সাহায্যের জন্যও এই মাধ্যমকে কাজে লাগানো হতে পারে বলে শোনা যাচ্ছে।

তবে বিষয়টি তাদের কাছে নতুন হওয়ার কারণে এতে কিছুটা সময় লাগবে বলে জানিয়েছে সূত্র।

বাংলাদেশ সময় : ০৩২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।