ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

মন্ত্রিসভার ১৫ সদস্যসহ নদিয়া জেলা সফরে মমতা

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১২
মন্ত্রিসভার ১৫ সদস্যসহ নদিয়া জেলা সফরে মমতা

কলকাতা: সুন্দরবনের পর এবার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নদিয়া জেলা সফরে গেলেন। ১৫জন মন্ত্রী ও সব দফতরের মুখ্য সচিবেরা সোমবার রাতেই নদিয়া সার্কিট হাউসে পৌঁছান।

মুখ্যমন্ত্রীর সফর সঙ্গী হয়েছেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী মুকুল রায় ও রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখার্জি। জেলার সমস্যা সমাধানে মহকারণ এগিয়ে আসবে তাই মিনিমহাকরণ নিয়ে এবার নদিয়া সফরে মুখ্যমন্ত্রী।

মঙ্গলবার সাড়ে ১১টায় কৃষ্ণনগরে তিনি প্রশাসনিক বৈঠক শুরু করেন। এতে সব মন্ত্রী, জেলা প্রশাসনের প্রধান, পুলিশ আধিকারিক, মুখ্য সচিব সমর ঘোষ ও স্বরাষ্ট্র সচিব জ্ঞানদত্ত গৌতম উপস্থিত রয়েছেন।

বিকেলে মুখ্যমন্ত্রী কয়েকটি ট্রেনের উদ্বোধন করবেন। এছাড়া সংখ্যালঘু দফতরেরও উদ্বোধন করবেন। যেখানে সংখ্যালঘুরা এসে তাদের সমস্যার কথা জানাতে পারবেন এবং সমাধানের পথও খুঁজে পাবেন। এছাড়া জনমুখিপ্রকল্পগুলি কতটা কার্যকরী হয়েছে তা নিয়ে কথা হবে।

তিনি পূর্বে যে লক্ষ্যমাত্রা জেলার জন্য নির্ধারণ করেছিলেন তা কতটা পূরণ হল তাও ক্ষতিয়ে দেখবেন। নদিয়ায় শিল্প ও তাঁতিদের জন্য নতুন প্রকল্পও ঘোষণা করতে পারেন তিনি।

বাংলাদেশ সময়: ১৩৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।