ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

গরুপাচারকারী সন্দেহে অত্যাচার: তদন্তে নামল বিএসএফ

ব্যুরো চিফ, কলকাতা | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১২

কলকাতা: মুশির্দাবাদের রানীনগর থানার চর মৌরসি সীমান্তে গরূপাচারকারি সন্দেহে নগ্ন করে এক বাংলাদেশি যুবককে অত্যাচারের ঘটনায় তদন্ত চালাচ্ছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

এ তদন্ত চালানোর জন্য একটি ৩ সদস্যর টিম গঠন করা হয়েছে।



বিএসএফ সূত্রে জানা গেছে, বিএসএফ’র দক্ষিণবঙ্গের আইজি রবি কামাথের নির্দেশে ওই তদন্ত কমিটি ২২৯ নম্বর ব্যাটালিয়ান(কৃষ্ণনগর) চর মৌরসীতে গিয়ে তদন্ত করেছেন। ঘটনায় অভিযুক্ত ১০৫ নম্বর ব্যাটালিয়ানের ৮ জওয়ানকে ক্লোজড করে মুশির্দাবাদের রওসানবাগ জেলে রাথা হয়েছে।

সূত্র আরও জানায়, অভিযুক্তদের বিরুদ্ধে কোর্ট অব ইনকোয়ারি শুরু হয়েছে।

অন্য একটি সূত্র জানায়, গত ১৮ জানুয়ারি ১০৫ নম্বর ব্যাটালিয়ানের বিএসএফ আধিকারিকরা তদন্ত চলাকালীন চর মৌরসির জওয়ানদের জেরা করে জানতে পেরেছেন ঘটনাটি ঘটেছে গত ৯ ডিসেম্বর। গরুপাচারকারী সন্দেহে ধৃত ওই বাংলাদেশি যুবককে নগ্ন করে অত্যাচারের ছবি ৯ ডিসেম্বর মোবাইল সেটের ক্যামেরায় ধরে রেখেছিল এক জওয়ান।

সূত্র আরও জানাচ্ছে, কোনও কারণে জওয়ানটির ওই মোবাইল সেট ‘ভাইরাস’ আক্রান্ত হয়। সেটিকে স্থানীয় একটি দোকানে সারাতে দেওয়া হয়। সেখান থেকেই ভিডিও ফুটেজটি ছড়িয়ে পড়ে বিভিন্ন মানুষের কাছে।

বিএসএফ সূত্রে জানা গেছে, কোর্ট অব ইনকোয়ারির সময় এক সিনিয়র হাবিলদারসহ অভিযুক্ত ওই ৭ জওয়ান ঘটনাটি জেরার মুখে স্বীকার করেছে। কিন্তু তাদের বিবরণের সঙ্গে সংবাদ মাধ্যমে প্রকাশিত ভিডিও ফুটেজটির সঙ্গে কিছুটা ফারাক রয়েছে। ফলে ওই ভিডিও ফুটেজটি সম্পদনা করে বাজারে ছাড়া হয়েছে কি-না তা এখন খতিয়ে দেখা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৫৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।