ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

যুবরাজের ফিজিও যতীন চৌধুরী ভুয়া চিকিৎসক!

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১২
যুবরাজের ফিজিও যতীন চৌধুরী ভুয়া চিকিৎসক!

কলকাতা: ক্যান্সারে আক্রান্ত ভারতীয় ক্রিকেটার যুবরাজ সিংহের ফিজিও যতীন চৌধুরী একজন ভূয়া চিকিৎসক- এ অভিযোগ করেছে দিল্লি মেডিক্যাল কাউন্সিল।

দিল্লি মেডিক্যাল কাউন্সিলের সভাপতি চিকিৎসক অনিল বনসল সরাসরি প্রশ্ন তুলেছেন যতীনের ডিগ্রি এবং ফিজিও হিসেবে তার বিশ্বাসযোগ্যতা নিয়ে।



বনসল জানিয়েছেন, যতীন চৌধুরী `ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি` থেকে পাশ করেছেন। কোনও কাউন্সিলে তার নাম নথিভুক্তও করা নেই, যতীনের কাছে তার ডিগ্রি দেখতে চাওয়া হয়েছিল, তিনি কোনও সার্টিফিকেটই কাউন্সিলে জমা করেননি।

বনসল এও জানান, কাউন্সিল দিল্লি সরকারের কাছে যতীনের বিরুদ্ধে ব্যবস্থাগ্রহণে আর্জি জানিয়েছে, কারণ তিনি সাধারণ মানুষকে বোকা বানাচ্ছেন।

কাউন্সিলের এ অভিযোগকে কার্যত উড়িয়ে দিয়ে যুবির ফিজিও জানিয়েছেন, তার ডিগ্রিটি আসল। এছাড়াও তার কাছে হাইকোর্টের  চিঠি আছে, যেখানে লেখা আছে তিনি ভারতের যে কোনও প্রান্তে প্র্যাক্টিস করতে পারবেন। কারও যদি এ বিষয় কোনও সমস্যা থাকে, তাহলে হাইকোর্টের কাছে তাদের প্রশ্ন করা উচিত।

যতীন কাউন্সিলকে পাল্টা আক্রমণ করে বলেন, তার জনপ্রিয়তা এবং প্রতিপত্তি কাউন্সিল সহ্য করতে পারছে না। তার জন্যই তারা বিভিন্ন ধরনের মিথ্যে অভিযোগ করছে।

কাউন্সিলের এ অভিযোগের বিরুদ্ধে তিনি আদলতে যাবেন বলেও জানিয়েছেন।

যতীনের জন্য ছেলের চিকিৎসা শুরুতে অনেক দেরি হয়ে গিয়েছে বলে অভিযোগ করেছেন যুবির বাবা সাবেক ক্রিকেটার যোগরাজ সিংহ।

এ অভিযোগ সম্পর্কে যুবির ফিজিও জানান, ওই মন্তব্য নিয়ে তার সঠিক ধারণা নেই।

যুবরাজের ফিজিও আরও জানিয়েছেন, যুবিকে কোনও এক অজ্ঞাত জায়গায় রেখে চিকিৎসা করাতে চেয়েছিলাম। কারণ এ ধরনের রোগে শান্তিতে চিকিৎসা করা একান্ত প্রয়োজন। সে বিষয় গঙ্গারাম হাসপাতালের চিকিৎসক ড. মহাজন তাদেরকে সম্পূর্ণ আশ্বস্ত করেছিলনে। তাই প্রথমে সেখানেই যুবির চিকিৎসা চলছিল।

বাংলাদেশ সময়: ১৬১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।