ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

মমতার জনপ্রিয়তাকে সামনে রেখে উত্তরপ্রদেশের ভোটে তৃণমূল

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১২
মমতার জনপ্রিয়তাকে সামনে রেখে উত্তরপ্রদেশের ভোটে তৃণমূল

কলকাতা: ভারতের জনসংখ্যায় সর্ববৃহৎ উত্তরপ্রদেশে জমি তৈরি করতে উঠেপড়ে লেগেছে তৃণমূল কংগ্রেস। তারা মমতা ব্যানার্জির জনপ্রিয়তাকে পুঁজি করে ভোটের লড়াইয়ে বাজিমাৎ করতে চাইছে উত্তরপ্রদেশেও।



ভোটে জেতার জন্য জোরকদমে চলছে প্রচার। বারাণসী ক্যান্টনমেন্ট আসনে তৃণমূল প্রার্থী হয়েছেন কংগ্রেসের চারবারের কাউন্সিলর। কংগ্রেস টিকিট না দেওয়ায় ক্ষুব্ধ হয়েই এ সিদ্ধান্ত নিয়েছেন শম্ভুনাথ বাতুলে।  

এবারই প্রথম উত্তরপ্রদেশের ভোটের ময়দানে মমতা ব্যানার্জির দল। ভারতের প্রাচীন জনপদ ও হিন্দুদের পবিত্র তীর্থস্থান বারাণসীর অলিতে-গলিতে মমতার জয়ধ্বনি দিয়ে স্লোগানের বন্যা বয়ে যাচ্ছে।

উত্তরপ্রদেশের ভোটের লড়াই মূলত সমাজবাদী পার্টি-বহুজন সমাজ পার্টি-কংগ্রেস এবং বিজেপির মধ্যে হলেও সাধ্যমতো লড়াই চালাচ্ছেন তৃণমূলও। বারাণসীর সঙ্গে বাঙালির যোগ বহুদিনের। বহু বাঙালির বাস এখানে। এখানকার প্রবাসী বাঙালিরা আজও কলকাতার খবর একটু শুনতে-পড়তে মুখিয়ে থাকেন।

এখানকার দশাশ্বমেধ ঘাট দেখতে এখনও বহু বাঙালি কলকাতা থেকে ছুটে যান। বারাণসী ক্যান্টনমেন্ট বিধানসভা এলাকাতেও ভোটারদের একটা বড় অংশ বাঙালি। সংখ্যাটা প্রায় চল্লিশ হাজার। এখানকার ৪ বারের কংগ্রেস কাউন্সিলর শম্ভুনাথ। তিনি এ বার অলিতে-গলিতে মমতার নামেই ভোট চাইছেন।
 
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, উত্তরপ্রদেশের ভোটের ওপর অনেকাংশেই নির্ভর করছে, কী হতে চলেছে ইউপিএর নয়া সমীকরণ। কংগ্রেস-মুলায়ম কী আরও কাছাকাছি আসবে? তার প্রভাব কি পড়বে কংগ্রেস-তৃণমূল সম্পর্কের ওপর? উত্তর মিলবে ফল বেরোনোর পরই।
 
অন্যদিকে, ৩৪ বছরের বামদুর্গের পতন ঘটিয়ে পশ্চিমবঙ্গে পরিবর্তন এনেছেন মমতা ব্যানার্জি। এখন তার লক্ষ্য, জাতীয় রাজনীতিতেও ধীরে ধীরে দলকে তুলে ধরা। এক সময় বলা হতো, দিল্লির মসনদে পৌঁছতে হলে উত্তরপ্রদেশ হয়েই যেতে হয়। এ বিধানসভা ভোটে উত্তরপ্রদেশে যাত্রা শরু করেছে তৃণমূল। সেই যাত্রার পথ কতদূর পৌঁছয়, সেদিকেই তাকিয়ে এখন রাজনৈতিক মহল।

বাংলাদেশ সময়: ১৯০২ ঘণ্টা, ফেব্র“য়ারি ০৮, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।