ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ছিটমহল বিনিময়ের দাবিতে কোচবিহারে বিক্ষোভ, স্মারকলিপি প্রদান

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১২
ছিটমহল বিনিময়ের দাবিতে কোচবিহারে বিক্ষোভ, স্মারকলিপি প্রদান

কলকাতা: ছিটমহল বিনিময়ের দাবিতে পশ্চিমবঙ্গের কোচবিহার শহরে বুধবার বিক্ষোভ মিছিল করেছে ভারত-বাংলাদেশ ছিটমহল বিনিময় সমন্বয় কমিটি।

সেইসঙ্গে তারা এ ব্যাপারে জেলাশাসককে স্মারকলিপিও দিয়েছে।



এদিন বেলা ১২টায় কোচবিহার স্টেশন থেকে প্রায় ২ হাজার ছিটমহলবাসী মিছিল করে শহর প্রদক্ষিণ করে শহীদবাগে জেলাশাসকের কার্যালয়ে উপস্থিত হন। সেখানে তারা বিক্ষোভ সমাবেশ করেন।

এরপর সমন্বয় কমিটির একটি প্রতিনিধি দল জেলাশাসক মোহন গান্ধীর হাতে একটি স্মারকলিপি প্রদান করে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে উদ্দেশ্য করে। এ প্রতিনিধি দলে ছিলেন সমন্বয় কমিটির সম্পাদক সৌমেন দাস, সহ সম্পাদক দীপ্তিমান সেনগুপ্ত, আইন উপদেষ্টা আহসান হাবিব। ছিটমহলবাসীর পক্ষ থেকে মুহম্মদ মোজাফ্ফর রহমান, জয়প্রকাশ রায় ও আলাউদ্দিন মিঞা।

সমন্বয় কমিটির সহ-সম্পাদক দীপ্তিমান সেনগুপ্ত কোচবিহার থেকে ফোনে বাংলানিউজকে বলেন, আমরা ৫ বার চিঠি দিয়ে মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ করতে চেয়েছিলাম জেলাশাসকের হাত দিয়ে। কিন্তু কোনও জবাব পাইনি। এবার মুখ্যমন্ত্রী ১০ ফেব্র“য়ারি উত্তরবঙ্গ সফরে আসছেন। আমরা এ সময় তার সঙ্গে ৫ মিনিটের জন্য সাক্ষাৎ করতে চেয়ে চিঠি দিয়েছি। জানি না তিনি কী করবেন।

বাংলাদেশ সময়: ২০২১ ঘণ্টা, ফেব্র“য়ারি ০৮, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।