ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কলকাতায় ২৮ ফেব্রুয়ারি হরতাল

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১২

কলকাতা: শখ করে নয়, বাধ্য হয়েই ২৮ ফেব্রুয়ারি হরতালের ডাক দিয়েছে বাম শ্রমিক সংগঠনগুলো। সরকারের নীতির জন্যই তারা ধর্মঘটের পথে হাঁটতে বাধ্য হয়েছেন বলে রোববার কলকাতায় অভিযোগ করলেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র।



তিনি বলেন, হরতালের রাস্তায় গিয়ে রাজ্যকে অচল করার পক্ষপাতী নয় বামেরা। তবে প্রতিবাদের শেষপথ হিসেবেই তারা হরতালের রাস্তায় হাঁটছেন। রাজ্যে কৃষি-স্বাস্থ্য-পরিবহণ সব ক্ষেত্র মুখ থুবড়ে পড়েছে। তবে সরকার ব্যস্ত উৎসব নিয়ে।

শনিবারই রাজ্যের সরকারি পরিবহণ শ্রমিকদের এক সমাবেশে বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র বলেছিলেন. দীর্ঘদিন ধরেই অনিয়মিত হয়ে পড়েছে রাজ্যের সরকারি পরিবহণকর্মীদের বেতন।

মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এর তীব্র বিরোধিতা করলেও, শ্রমিক সংগঠনগুলো তাদের হরতালের অধিকার থেকে সরে আসতে নারাজ।

বাংলাদেশ সময়: ১৯৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।