ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কলকাতায় ট্যাক্সিতে হয়রানি বন্ধে ১২ নির্দেশ

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১২

কলকাতা: শহরে ট্যাক্সিক্যাবের-দৌরাত্ম্য বন্ধে রাজ্য সরকার ১২ দফা নির্দেশ জারি করছে।

এ লক্ষ্যে ১৮ ফেব্রুয়ারি সমস্ত ট্যাক্সি সংগঠনগুলোকে নিয়ে বৈঠকে বসছেন পরিবহনমন্ত্রী মদন মিত্র।



মহাকরণের পরিবহন মন্ত্রক সূত্রে জানা গেছে, এবার থেকে আর হলুদ-নীল রঙের নয়, ট্যাক্সির রঙ নীল-সাদা করা থেকে শুরু করে যাত্রী প্রত্যাখ্যান বন্ধ করা পর্যন্ত বিভিন্ন নির্দেশ দেওয়া হবে ট্যাক্সি সংগঠনগুলোকে।
 
সূত্রটি আরও জানাচ্ছে, যাত্রী প্রত্যাখ্যান থেকে শুরু করে মিটারে কারচুপির মতো ঘটনা বন্ধের উদ্দেশ্যেই কলকাতা তথা রাজ্যের সমস্ত ট্যাক্সিকে একই নিয়ন্ত্রণ ব্যবস্থার আওতায় আনতে চায় রাজ্য সরকার।

এ লক্ষ্যে আগামী ১৮ ফেব্রুয়ারি সমস্ত ট্যাক্সি সংগঠনগুলোকে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে একটি বৈঠকে ডেকেছেন পরিবহণমন্ত্রী মদন মিত্র।

মালিকপক্ষ, শ্রমিকপক্ষ থেকে শুরু করে সংগঠনের সব স্তরের সদস্যদেরই ডাকা হয়েছে বৈঠকে।
 
সূত্র মতে, শহরের রাস্তায় ট্যাক্সি দৌরাত্ম্য বন্ধেই ১২ দফা নির্দেশ দেওয়া হবে সংগঠনগুলোকে।

এর মধ্যে রয়েছে, সব ট্যাক্সির রঙ করতে হবে সাদা-নীল, যাত্রী প্রত্যাখ্যান পুরোপুরি বন্ধ করতে হবে, বন্ধ করতে হবে মিটারে কারচুপিও, ইলেকট্রনিক মিটার ব্যবহার বাধ্যতামূলক, বসাতে হবে তার প্রিন্টারও, ভাড়া নেওয়ার সময় যাত্রীদের মিটারের প্রিন্ট আউট দেওয়াও বাধ্যতামূলক।

নির্দেশে আরও বলা হয়েছে, যাত্রী প্রত্যাখ্যানের অভিযোগ গ্রহণের জন্য কন্ট্রোল রুম খোলা হবে মহাকরণে। ২৪ ঘণ্টা সচল থাকবে সেই কন্ট্রোলরুম।

মোবাইল ফোনেই কন্ট্রোল রুমে অভিযোগ জানানো যাবে। খবর পেলেই সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছবে পুলিশ। চালকদের পরিষ্কার পোশাক-পরিচ্ছদ পরতে হবে।

এমন নম্বর প্লেট লাগাতে হবে, যা ২০০ মিটার দূর থেকে দেখা যায়।
পরিবহণমন্ত্রীর মদন মিত্র বলেছেন, গত ৩৪ বছরে বাম জমানায় ট্যাক্সির দৌরাত্ম্য বন্ধে কোনও ব্যবস্থাই নেওয়া হয়নি।

এবার তাই পুরো ব্যবস্থাকে ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।

আপাতত এ ১২ দফা নির্দেশ শহরের ট্যাক্সি পরিষেবা কতটা সঠিক হয়, এখন সেটাই দেখার।

বাংলাদেশ সময়:২০০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।