ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কলকাতায় যৌথ নদী কমিশনের বৈঠক চলছে

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০১২

কলকাতা: ভারত-বাংলাদেশ যৌথ নদী কমিশনের আধিকারিক পর্যায়ের বৈঠক বৃহস্পতিবার কলকাতায় শুরু হয়েছে।

কলকাতার তাজবেঙ্গল হোটেলে দু’দিনব্যাপী এ বৈঠকে ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন দেবেন্দ্র শর্মা, কমিশনার গঙ্গা ও সদস্য যৌথ নদী কমিশন।



এছাড়াও রয়েছেন টি এস মেহেরা, সিনিয়র যুগ্ম কমিশনার গঙ্গা ও ভারতের পানিসম্পদ মন্ত্রক।

বৈঠকে আমন্ত্রিত হয়ে অংশ নিচ্ছেন সমিতা পন্থ, উপসচিব (বাংলাদেশ বিষয়ক)ভারতের পররাষ্ট্র মন্ত্রক ও অরুণ কালেরা, বিভাগীয় আধিকারিক গঙ্গা ভারতের পানিসম্পদ মন্ত্রক।

অন্যদিকে বাংলাদেশের পক্ষ থেকে প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন মীর সাজ্জাদ হোসেন, সদস্য যৌথ নদী কমিশন। রয়েছেন মুহম্মদ আহাসানউল্লা পরিচালক যৌথ নদী কমিশন, মুহম্মদ মাহমুদুর রহমান, নির্বাহী প্রকৌশলী, যৌথ নদী কমিশন।

বৈঠকে আমন্ত্রিত হয়ে অংশ নিচ্ছেন আনসার আলি মঈন, প্রধান প্রকৌশলী, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, এটিএম রকিবুল হক, পরিচালক(দক্ষিণ এশিয়া) পররাষ্ট্র মন্ত্রক, মুহম্মদ আবুল হাসান, সিনিয়র সহকারী সচিব, পানিসম্পদ মন্ত্রণালয়, আবু নাসের মুহম্মদ আনোয়ারুল ইসলাম, প্রথম সচিব, বাংলাদেশে উপ-হাইকমিশন,কলকাতা, শেখ মুহম্মদ শাহরিয়ার মোশারফ, দ্বিতীয় সচিব, বাংলাদেশ হাইকমিশন, দিল্লি।

বৈঠক সূত্রে জানা গেছে, এদিন দুপুর ১২ টায় বৈঠক শুরু হয়। বুধবার যৌথ কমিশনের সদস্যরা ফারাক্কা বাঁধে গিয়ে পানির অবস্থান নিয়ে রুটিনমাফিক পরীক্ষা করেন। এ নিয়ে তারা আলোচনা করেন এদিন। শুক্রবার এ আলোচনাকে সামনে রেখে কারিগরি কমিটির সভা হবে বেলা ১১টা থেকে, চলবে বিকাল ৫টা পর্যন্ত।

সূত্রটি আরও জানায়, মূলত ফারাক্কা বাঁধ দিয়ে গঙ্গার পানির বণ্টন ঠিকঠাক হচ্ছে কি-না, তা এ বৈঠকের আলোচ্য বিষয়। অন্যান্য নদী বা তিস্তা নিয়ে এখানে কোনও আলোচনা হওয়ার অবকাশ নেই।

বাংলাদেশ সময়: ১৭৪৯ ঘণ্টা, ফেব্র“য়ারি ০৯, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।