ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

মালদ্বীপে সেনা পাঠাতে পারে ভারত

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১২

কলকাতা: মালদ্বীপের সঙ্কট ক্রমেই অগ্নিগর্ভ হয়ে উঠছে। ভারতীয় অধ্যুষিত রাষ্ট্রে রাজনৈতিক অচলাবস্থায় ‘উদ্বিগ্ন’ নয়াদিল্লি।

প্রয়োজনে ওই দ্বীপরাষ্ট্রে যেতে পারে ভারতীয় সেনাবাহিনী।

যে কোনও মুহূর্তে গ্রেফতার করা হতে পারে সাবেক প্রেসিডেন্ট মহম্মদ নাসিদকে। বিক্ষোভ, অবরোধ, সংঘর্ষের মধ্যেই দেশের একটি আদালত মহম্মদ নাসিদ এবং দেশের সাবেক  প্রতিরক্ষামন্ত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে।

এদিকে নিরাপত্তার অভাবে সাবেক প্রেসিডেন্ট নাসিদের স্ত্রী এবং মেয়েকে শ্রীলঙ্কায় উড়িয়ে আনা হলেও তিনি এখনও সেদেশেই আছেন বলে জানা গিয়েছে। সব মিলিয়ে ভারতীয় নৌ-বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, তারা যে কোনও ধরনের পরিস্থিতি মোকাবিলার জন্য তৈরি। সাহায্যের হাত বাড়িয়ে দিতে প্রস্তুত আছে যুক্তরাষ্ট্র।

সমুদ্রসীমায় ইতোমধ্যেই একটি যুদ্ধজাহাজ এবং নৌ-বাহিনীর দুইটি পেট্রোল জাহাজ মোতায়েন করেছে ভারত। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাষ্ট্রপুঞ্জের একটি প্রতিনিধি দলও সে দেশের রাজধানী মালে শহরে তিনদিনের সফরে রয়েছে। তাদের মূল লক্ষ্যই শান্তি আলোচনার মাধ্যমে পরিস্থিতি নিয়্ন্ত্রণে আনা। মার্কিন যুক্তরাষ্ট্রও এ বিষয়ে সহমত পোষণ করে।

এদিকে অবস্থানগত কারণেই ভারত মহাসাগরের এই দ্বীপরাষ্ট্রটির শান্তিশৃঙ্খলা বজায় থাকা ভারতের নিরাপত্তার ক্ষেত্রে বিশেষভাবে গুরুত্বপূর্ণ। তাই ভারত-বন্ধু কোনও প্রেসিডেন্ট সে দেশের ক্ষমতায় থাকুক, এমনটাই চায় নয়াদিল্লি।

কিন্তু নাসিদ গ্রেফতার হলে পরিস্থিতি আরও অগ্নিগর্ভ হতে পারে বলেই মনে করছে সেখানকার ওয়াকিবহাল মহল। তাই ভারতের পররাষ্ট্র মন্ত্রক চাইছে নাসিদ নিজের পথ থেকে কিছুটা সরে এসে সামান্য নমনীয় হয়ে বিরোধী দলগুলোর সঙ্গে অবিলম্বে আলোচনায় বসুক।

বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।