ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ ঠেকাতে গিয়ে আহত এক পুলিশ কর্মী

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১২

কলকাতা: কারখানায় শ্রমিক নিয়োগকে কেন্দ্র করে বৃহস্পতিবার কলকাতার তারাতলায় তৃণমুলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাধে। এ সংঘর্ষ থামাতে গিয়ে আহত হয়েছেন এক পুলিশ কর্মী।



তারাতলার স্টিওয়ার্টস অ্যান্ড লোয়ার্ডস কারখানায় ২০ জন কনট্যাক্ট লেবার নিয়োগ কর্রা নির্দেশ জারি করা হয়। সিপিএমের শ্রমিক সংগঠন সিটুর নেতা রাজেন্দ্র রাজবাহার চান, কিছু স্থানীয় ছেলে এতো সুযোগ পাক। অন্যদিকে তৃণমূলের নেতা আনোয়ার চান, তার দলের বাইরের কর্মীদের নিয়োগ করতে। তাদের মাঝে এসে পড়েন তৃণমূলের নেতা তাপস তরফদার। তিনি আইএনটিইউসি’র নেতা মেঘনাদ পোদ্দারের লোক বলে দাবি করেন এবং নিজের লোকেদের ঢোকাতে যান। ফলে তুমুল হাতাহাতি শুরু হয়ে দুই গোষ্ঠীর মধ্যে।

এরপর তারাতলা থানা থেকে সুব্রত সরকারের নেতৃত্বে ২ জন কনস্টেবল আসেন ঘটনাস্থলে। কারখানা চত্ত্বর উত্তপ্ত হয়ে ওঠে। সংঘর্ষ থামাতে গেলে শওকত আলী নামক একজন পুলিশ কনস্টেবলকে লোহার রড দিয়ে মারে কিছু তৃণমূলের কর্মী।
তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এখন তিনি আইসিইউতে ভর্তি আছেন। তার অবস্থা আশঙ্কাজনক।

এরপর বিশাল পুলিশ বাহিনী এসে ১১ জনকে গ্রেফতার করে।

বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।