ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

অমিতাভ বচ্চনের পাকস্থলির অপারেশন সফল

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১২
অমিতাভ বচ্চনের পাকস্থলির অপারেশন সফল

কলকাতা: দীর্ঘদিন ধরেই পাকস্থলীর সমস্যায় ভুগছেন বলিউডের শাহেনশা অমিতাভ বচ্চন। শনিবার সকালে তলপেটে ব্যথা নিয়ে আন্ধেরির সেভেন হিল্স হাসপাতালে ভর্তি হন তিনি।

চিকিৎসকরা তার অপারেশন করেন।

অপারেশনের পরে তারা জানিয়েছেন, বিগ বির অপারেশন সফল হয়েছে। তিনি এখন স্থিতিশীল রয়েছেন।

এদিন সকাল সাড়ে নয়টায় অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয় অমিতাভকে। অপারেশন থিয়েটারে (ওটি) নিয়ে যাওয়ার আগে তিনি যথেষ্ট স্বাভাবিক ছিলেন।

বৃহস্পতিবার টুইটারে অমিতাভ জানিয়েছিলেন, ‘আগেও বহুবার জটিল যুদ্ধের সম্মুখীন হতে হয়েছে আমার পেটকে। আবারও একে এন্টারটেন করার পালা। ’

তিনি আরও জানিয়েছিলেন, ছুরি-কাঁচির দ্বারস্থ হবার আগে ১০ ফেব্রুয়ারি সিটি স্ক্যানও হবে তার।

হাসপাতালে ভর্তির আগে শুক্রবার রাতে তিনি আবার টুইট করে জানান, হাসপাতালে আরেকটা যাত্রার জন্য আবারও প্রস্তুত, এমন একটি গন্তব্য যেখানে যেতে না চাইলেও সে বারবার আমাকে আমন্ত্রণ করে।

শনিবার অপারেশনের পর তার পুত্র অভিষেক বচ্চন জানান, সফল অস্ত্রোপচারের পর বাবা এখন স্থিতিশীল রয়েছেন, আরোগ্য কামনা ও প্রার্থনার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।

হাসপাতালে ভর্তির আগে বচ্চন পরিবার মুম্বাইয়ের বালাজি মন্দিরে বিগ বি-র সুস্থতার জন্য প্রার্থনা করেন।

চিকিৎসকরা জানিয়েছিলেন, এই রোগের কারণে অমিতাভের পাকস্থলীর টিস্যুগুলো দিন দিন নষ্ট হয়ে যাচ্ছিল। তবে অপারেশনের পর এই সমস্যাটি আর বিগ বি-কে কাবু করতে পারবেন না বলেও চিকিৎসকরা জানান।

বাংলাদেশ সময়: ১৯০৭, ফেব্রুয়ারি ১১, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।