ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

পশ্চিমবঙ্গের বহরমপুর হোম থেকে পালাল ৯ বাংলাদেশি

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১২

কলকাতা: গরুপাচারের সন্দেহে জড়িত ৯ বাংলাদেশি কিশোর বন্দি মুর্শিদাবাদ জেলার বহরমপর হোম থেকে শুক্রবার রাতে পালিয়ে যায়।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, এদিন রাতে ‘আনন্দ আশ্রম’ নামে ওই হোমে থাকা ৯ বাংলাদেশি কিশোর নিরাপত্তারক্ষীদের ঘুমের অথবা টিভি দেখার সুযোগে পালিয়ে যায় বলে প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে।



কিছুদিন আগে গরুপাচারে জড়িত থাকার জন্য তাদের সীমান্ত এলাকা থেকে গ্রেফতার করা হয়। নাবালক হওয়ায় তাদের হোমে রাখা হয় আদালতের নির্দেশে। কিভাবে এই বন্দিরা পালিয়ে গেল তা তদন্ত করে দেখছে বহরমপুর থানার পুলিশ।

বাংলাদেশ সময়: ২২০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।