ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

জিটিএ নিয়ে মোর্চার দাবির পক্ষে দাঁড়ালেন মমতা

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১২
জিটিএ নিয়ে মোর্চার দাবির পক্ষে দাঁড়ালেন মমতা

কলকাতা: দার্জিলিংয়ের জন্য জিটিএ চুক্তি নিয়ে গোর্খা জনমুক্তির মোর্চার দাবি পক্ষে দাঁড়ালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।   শনিবার  শিলিগুড়িতে মোর্চার শীর্ষনেতাদের সঙ্গে বৈঠকের পর এই দাবি যুক্তিসংগত মেনে নিয়ে কেন্দ্রের দিকে বল ঠেলে দিলেন তিনি।



বেলা সোয়া ১২টায় বৈঠক শুরু হয়। রোশান গিরি ও হরকাবাহাদুর ছেত্রী এই বৈঠকে মোর্চার প্রতিনিধিত্ব করেন। বৈঠকে মোর্চার সভাপতি বিমল গুরুং ছিলেন না।
বৈঠক শেষে মুখ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন, কেন্দ্রের সঙ্গে এ ব্যাপারে রাজ্যের কথা হয়েছে। তারা দুটি বিষয়ে জানতে চেয়েছেন। তাও পাঠানো হয়ে গেছে। কেন্দ্র অনুমতি দিলে জিটিএ কার্যকরী হবে।

তিনি বলেন, এই বিষয়ে দিল্লিতে গিয়ে ২৩ অথবা ২৪ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে কথা বলবেন তিনি। ফেরার পথে ২৮ ফেব্রুয়ারি তিনি দার্জিলিং যাবেন তখন মোর্চার নেতাদের সঙ্গে কথা হবে।

মুখ্যমন্ত্রী  এই চুক্তি নিয়ে একটি তৃতীয় শক্তির কথা উল্লেখ করে বলেন, তারা দার্জিলিংয়ে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে অশান্তি তৈরি করছে। তারা বিভিন্ন দাবি তুলছে।
তাদের উদ্দেশ্যে তিনি হুমকি দিয়ে বলেন, আগুন নিয়ে খেলা করবেন না। পাহাড়ে উন্নয়ন হচ্ছে। টুরিজম নিয়ে মাস্টারপ্লান হচ্ছে। বিমল গুরংয়ের সঙ্গে যে চুক্তি হয়েছে তা কার্যকরী হবে।

বৈঠক শেষে মোর্চার শীর্ষ নেতা রোশান গিরি বলেন, বৈঠক নিয়ে তারা খুশি। তাদের মধ্যে পানীয় জলের সমস্যা ও উন্নয়ন নিয়ে কথা হয়েছে।

তিনি বলেন, মোর্চার সভাপতি বিমল গুরুং ২৭ মার্চ জনসভা ডেকেছেন। সেটা হবে। ২৪ ফেব্রুয়ারি তরাই-ডুয়ার্স নিয়ে উচ্চ পর্যায়ের কমিটির বৈঠক হবে।

বাংলাদেশ সময়: ০৩০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।