ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

পশ্চিমবঙ্গের বীরভূমে জিপ ও ট্রেকারে সংর্ঘষ নিহত ৫

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১২

কলকাতা: জিপ ও যাত্রীবাহী ট্রেকারের সংঘর্ষে রোববার সকালে নিহত হয়েছেন ৫ যাত্রী। আহত হয়েছেন আরও ১০ জন।



মর্মান্তিক এ দুর্ঘটনাটি ঘটেছে বীরভূমের রামপুরহাটে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে রামপুরহাটে একটি যাত্রীবাহী ট্রেকারের সঙ্গে একটি জিপের মুখোমুখি ধাক্কা লাগে। ঘটনাস্থলেই ট্রেকারের ৪ যাত্রী মারা যান।
 
পরে হাসপাতালে চিকিৎসাধীন এক যাত্রী মারা যান। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

নিহতদের সকলেরই বাড়ি বীরভূমের চাঁদপাড়া।

বাংলাদেশ সময়: ১৬৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।