ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কলকাতার সড়কে ব্যবসায়ী খুন

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১২

কলকাতা : পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় বড়বাজারে প্রকাশ্যে খুন হয়েছেন এক ব্যবসায়ী।

নিহতের নাম শ্যামসুন্দর পোপাট(৫০)।

ঘটনাটি ঘটে শনিবার রাত দশটা নাগাদ মহাত্মা গান্ধী রোডের কাছে কালাকার স্ট্রিটে।

পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাত দশটা নাগাদ দু’ দুষ্কৃতকারী আচমকা হামলা চালায় শ্যামসুন্দর পোপাটের  উপর। টাকার ব্যাগ ছিনিয়ে নিতেই দুষ্কৃতকারীরা খুব কাছ থেকে গুলি চালায়।

পরে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত ঘোষণা করা হয়।

আরো জানা গেছে, তার ব্যাগে ৩০ হাজার রুপি ছিল। যদিও দুষ্কৃতকারীরা টাকা ছিনতাই করতে পারেনি।

পোপাট দক্ষিণ কলকাতার গলফগ্রিনে থাকতেন। যমুনালাল বাজার স্ট্রিটে তার দুধ ও মশলার দোকান। তার বাড়ি গুজরাটে। পুলিশ তদন্ত শুরু করেছে।

বাংলাদেশ সময়:১৬৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।