ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ফের মন্ত্রী হিসেবে শপথ নিলেন সহিদ চৌধুরী

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১২

আগরতলা (ত্রিপুরা) : ফের মন্ত্রী হিসেবে শপথ নিলেন সহিদ চৌধুরী। রোববার সকালে শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল ডি ওয়াই পাতিল।

 

এ সময় রাজভবনে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মানিক সরকারসহ মন্ত্রিসভার অন্য সদস্যরা। ছিলেন বিরোধী দলের নেতারাও।

ক্রীড়া, যুব কল্যাণ ও সংখ্যালঘু উন্নয়ন দফতর দেখাশোনা করবেন নবনিযুক্ত মন্ত্রী সহিদ চৌধুরী।

শনিবার তাকে মন্ত্রিসভায় নিযুক্ত করার সিদ্ধান্ত হয়।  

২০০৮ সালে প্রথমবার রাজ্য মন্ত্রিসভায় স্থান পান বক্সনগরের বিধায়ক সহিদ চৌধুরী। কিন্তু মন্ত্রী হওয়ার ১ মাসের মধ্যেই তার বিরুদ্ধে বাংলাদেশের সন্ত্রাসী মামুন মিয়ার সঙ্গে যোগাযোগের অভিযোগ উঠে।
সে অভিযোগের ভিত্তিতে তাকে পদত্যাগ করতে হয়।

দীর্ঘ চার বছর পর ফের মন্ত্রিসভায় আসতে যাচ্ছেন সহিদ চৌধুরী। তার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছিল তার তদন্ত করে সি আই ডি। তদন্ত সংস্থা তাকে ক্লিনচিট দেয়। এরপর মন্ত্রিসভায় তার স্থান ফেরা পাকা হয়ে যায়।

এদিকে দীর্ঘ চার বছর কোনও মুসলিম সম্প্রদায়ের মন্ত্রী রাজ্যে না থাকায় সিপিএমের উপরও চাপ বাড়ছিল। ঘরে-বাইরে সমলচিত হতে হয় দলকে। সদ্য সমাপ্ত পার্টি কনফারেন্সে এ নিয়ে বিস্তর জল ঘোলা হয় বলে জানা গেছে। এরপরই সহিদ চৌধুরীকে মন্ত্রিসভায় ফেরানোর সিদ্ধান্ত হয়।  

বাংলাদেশ সময়: ১৭৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।