ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কলকাতায় গৃহবধূর মৃত্যুতে পুলিশ-জনতা সংর্ঘষ

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১২

কলকাতা: এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে সোমবার রণক্ষেত্রে পরিণত হয়ছে কলকাতার দমদমের চাষিপাড়া। বিক্ষুব্ধ জনতা পুলিশের গাড়িতে ভাঙচুর ও আগুন ধরিয়ে দেয়।

পরিস্থিতি সামাল দিতে পুলিশ লাঠিচার্জ করে। বর্তমানে পরিস্থিতি থমথমে রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে,  গৃহবধূ মৌসুমি নন্দীর মৃত্যুকে ঘিরে এদিন দমদমের চাষিপাড়ায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। রোববার অসুস্থ অবস্থায় আর জি কর হাসপাতালে ভর্তি করা হয়েছিল মৌসুমি দেবীকে। কিন্তু হাসপাতালে তিনি মারা যান। এরপর ওইদিন তড়িঘড়ি করে মৌসুমি দেবীর সৎকারের চেষ্টা করে তার শ্বশুরবাড়ির লোকজন।

স্থানীয় বাসীন্দাদের অভিযোগ, মৌসুমি দেবীকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। প্রায়ই তাকে মারধর করত তার শ্বশুরবাড়ির লোকজন। এরপরই অভিযুক্তের বাড়িতে হামলা চালায় স্থানীয় বাসীন্দারা। লাশটিকে ঘিরে তারা বিক্ষোভ দেখাতে থাকে।

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। অভিযুক্তদের গাড়িতে করে নিয়ে যাওয়ার সময় জনতা রুখে দাঁড়ায়। শুরু হয় উভয় পক্ষের খণ্ডযুদ্ধ। চলে ধাওয়া-পাল্টা ধাওয়া। একটা পর্যায়ে ক্ষিপ্ত জনতা পুলিশে গাড়ি ভাঙচুর ও আগুন লাগিয়ে দেয়। পরে অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। এলাকা পরিস্থিতি এখনও থমথমে রয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।