ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

পশ্চিমবঙ্গের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হলেন শাহরুখ খান

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১২
পশ্চিমবঙ্গের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হলেন শাহরুখ খান

কলকাতা: রাজ্যের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হতে রাজি হয়েছেন শাহরুখ খান। সোমবার মহাকরণে এ কথা জানান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

কলকাতা চলচ্চিত্র উত্সবের উদ্বোধনেই শাহরুখকে ওই প্রস্তাব দেন মুখ্যমন্ত্রী।

তাতে সম্মতি জানিয়ে মুখ্যমন্ত্রীকে বলিউড বাদশা একটি চিঠি লিখেছেন। নতুন ছবির মুক্তি হোক বা কলকাতা নাইট রাইডার্সের ম্যাচ।

অনুষ্ঠানের মঞ্চ বা ইডেনের গ্যালারি- কয়েক মুহূর্তের উপস্থিতিতে বারবার শহরকে মাতিয়ে দিয়েছেন বলিউডের বাদশা। বারবার কলকাতাকে দ্বিতীয় বাড়িও বলেছেন তিনি। সেই সম্পর্কই এ বার আরও শক্তপোক্ত হল।

কলকাতা চলচ্চিত্র উত্সবের উদ্বোধনেই শাহরুখকে ভাই সম্বোধন করে ব্র্যান্ড অ্যাম্বাসাডর হওয়ার প্রস্তাব দেন মুখ্যমন্ত্রী। ‘দিদি’কে নিরাশ করেননি মেগাস্টার `ভাই`।

এর আগে নরেন্দ্র মোদীর ডাকে সাড়া দিয়ে গুজরাটের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হয়েছেন অমিতাভ বচ্চন। তবে মোদীর রাজ্যকে তার উন্নয়ন-সহায়তার সিদ্ধান্ত নেওয়ায় বিতর্ক হয়েছে প্রচুর।

শাহরুখের নতুন ভূমিকা নিয়ে অবশ্য বিতর্কের অবকাশ নেই। বরং উন্নয়নের মাধ্যমে পর্যটন থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে রাজ্যকে প্রথম সারিতে তুলে আনার জন্য মুখ্যমন্ত্রী যে উদ্যোগ নিয়েছেন, শাহরুখের জনপ্রিয়তা তাতে গতি জুড়বে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।

বাংলাদেশ সময়: ০৩২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।