ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

২০১৩ সালেই আগরতলা-লামদিং রেল লাইনের কাজ সম্পন্ন

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১২

আগরতলা (ত্রিপুরা) :  ২০১৩ সালের ডিসেম্বরের মধ্যেই লামদিং-আগরতলা ব্রডগেজ রেল লাইনের নির্মাণ কাজ শেষ হবে।

ত্রিপুরা সফরে এসে এ প্রতিশ্রুতি দিয়েছেন উত্তর পূর্ব সীমান্ত রেলের প্রতিনিধিরা।

এ রুটে বর্তমানে মিটার গেজ রেল পরিসেবা চালু আছে। এই রুটের উন্নয়ন ত্রিপুরাসহ গোটা উত্তর পূর্বাঞ্চলের জন্য খুব প্রয়োজনীয়।

ষোল বছর আগে এ রুটের ব্রডগেজ রূপান্তরের কাজ শুরু হয়েছিল। কিন্তু এখনো কাজ শেষ হয়নি। মুলতঃ আসামের সন্ত্রাসবাদী কার্যকলাপের জন্যই কাজে ব্যাঘাত ঘটছে।
রেলের প্রতিনিধিরা সোমবার রাজ্যে আসেন। ঘুরে দেখেন বিভিন্ন জায়গার রেলের নির্মাণ কাজ। ২০১৪ সালের ডিসেম্বরের মধ্যে আগরতলার সঙ্গে সব্রুমকে রেল লাইনের সঙ্গে যুক্ত করার ঘোষণা দেন তারা।

বাংলাদেশ সময়ঃ ১৭০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।