ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ত্রিপুরা যুব কংগ্রেসের আইন অমান্য বুধবার

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১২

আগরতলা (ত্রিপুরা) : সারা রাজ্যে বুধবার আইন অমান্য আন্দোলনের ডাক দিয়েছে ত্রিপুরা যুব কংগ্রেস।

যুব কংগ্রেসের সভাপতি সুশান্ত চৌধুরী জানিয়েছেন, সারা রাজ্যে তারা ২১ জায়গায় আইন অমান্য আন্দোলন করবে।

রাজ্যব্যাপি মূল কর্ম সূচিটি হবে আগরতলায়।

চাকরি ক্ষেত্রে বঞ্ছনার বিরুদ্ধে তারা এই আন্দোলনের ডাক দিয়েছে। এছাড়া আরও বেশকিছু দাবিকেও সামনে রেখে আন্দোলনে যাচ্ছে যুব কংগ্রেস।

যুব কংগ্রেসের কর্মসূচি হলেও বুধবারের আইন অমান্যে কংগ্রেসের প্রায় সব নেতাই অংশ নিচ্ছে বলে জানা গেছে।  

এদিকে যুব কংগ্রেসের আন্দোলনকে কেন্দ্র করে শহরে পুলিশি ব্যবস্থা জোরদার করা হয়েছে। কারণ এর আগেও যুব কংগ্রেসের আন্দোলন থেকে শহরে শান্তি বিনষ্ট হয়েছে। তাই কোনও ধরনের ঝুকি নিতে চাইছে না প্রশাসন।  

তবে যুবকদের সমস্যা নিয়ে এ আন্দোলনের কথা বললেও, আন্দোলনের মূল লক্ষ্য আগামী বছরের বিধানসভা নির্বাচন বলে মনে করছে সবাই।

বাংলাদেশ সময়: ২০৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।