ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

মুর্শিদাবাদে খাদে বাস পড়ে নিহত ১

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১২

কলকাতা: রাস্তার ধারে খাদে উল্টে গেল একটি যাত্রীবোঝাই বেসরকারি বাস। বুধবার সকালে এ দুর্ঘটনা ঘটে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের কাছে ৩৪ নং জাতীয় সড়কে।



ঘটনায় ১ জন নিহত ও ৩৫ জন আহত হয়েছেন।

খুব জোরে চলা বাসটি একটি লরিকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে উল্টে যায়। ঘটনাস্থলেই ১ জনের মৃত্যু হয়।

স্থানীয় জনগন আহতদের উদ্ধার করে জঙ্গিপুর মহক‍ুমা হাসপাতালে নিয়ে যায়। আহতদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

এদিকে এই দুর্ঘটনার পর জাতীয় সড়কে কিছুক্ষণ যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বাংলাদেশ সময়: ১৩২৭ ঘন্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।