ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

আগামী ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গে বৃষ্টির সম্ভাবনা,নামবে তাপমাত্রা

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১২

কলকাতা: আগামী ২৪ ঘণ্টা পর রাজ্যে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। নামবে তাপমাত্রার পারদ।



বুধবার আবহাওয়া দফতর সুত্রে জানানো হয়েছে, উড়িশার ওপর সক্রিয় উচ্চচাপ বলয়ের কারণে বজ্রগর্ভ মেঘসঞ্চার হতে পারে কলকাতা, হাওড়া, হুগলি, বাঁকুড়া, বীরভূম ও মুর্শিদাবাদ জেলায়। এর জেরেই ওই ৬ জেলায় বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে।

বৃষ্টিপাতের পর তাপমাত্রা নামবে জানিয়েছে আবহাওয়া দফতর। আর সে কারণেই আরও একবার শীত ফিরে আসার সম্ভাবনা জোরদার হচ্ছে।

বাড়তে থাকা তাপমাত্রা ও উচ্চচাপ বলয়ের কারণে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বাড়ছে। সে কারণেই বৃষ্টির পূর্বাভাস। দক্ষিণবঙ্গে বজ্রগর্ভ মেঘের সঞ্চারের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর। ফলে কলকাতাসহ পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে বৃহস্পতিবার হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।