ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

‘মহানায়ক উত্তমকুমার’ সম্মাননার ঘোষণা মমতার

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১২

কলকাতা: বাংলা চলচ্চিত্রের শিল্পী-কলাকুশলীদের জন্য এবার পশ্চিমবঙ্গ সরকার ‘মহানায়ক উত্তমকুমার’ সম্মাননা চালু করেছে।

প্রয়াত মহানায়কের জন্মদিনেই প্রাথমিকভাবে উত্তমকুমারের নামে পুরস্কার দেওয়া হবে বলে ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

এবার তারই প্রাতিষ্ঠানিক চেহারা দেওয়া হচ্ছে।

চলচ্চিত্র, নাটক, সংগীত, চারুকলাসহ শিল্পের সব শাখায় গঠিত রাজ্য সরকারের কমিটির চেয়ারম্যান এবং তথ্য ও সংস্কৃতি দফতরের সচিব, আধিকারিকদের সঙ্গে কলকাতা তথ্য কেন্দ্রের বৈঠকে এই সম্মাননার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।

বৈঠকে অংশগ্রহণকারী এক চলচ্চিত্রকার জানান, টালিগঞ্জের চলচ্চিত্র শিল্পে উৎকর্ষ বৃদ্ধিতে উৎসা’ দিতেই আগামী আর্থিক বছর থেকেই এই পুরস্কার চালু করছে রাজ্য।

অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে পড়া রাজ্যে উন্নয়নের কাজে গতি আনার জন্য মুখ্যমন্ত্রী শিল্পী-কলাকুশলীদের সঙ্গে বিভিন্ন দফতরের মন্ত্রী, সচিব, আমলাদের নিয়ে বৈঠক করছেন।

সংস্কৃতি ক্ষেত্রেও উন্নয়নের ধারা বজায় রাখতে এদিন বৈঠকে উপস্থিত কমিটির চেয়ারম্যানদের ‍আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

বৈঠকের পরে অভিনেতা রঞ্জিত মল্লিক, শিল্পী সমীর আইচ ও নাট্য-ব্যক্তিত্ব অর্পিতা ঘোষ জানান, আগামী আর্থিক বছরে তাদের বিভিন্ন কমিটির পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে।

মুখ্যমন্ত্রী প্রত্যেক কমিটির চেয়ারম্যানের কাছে তাদের পরিকল্পনার কথা জানতে চান।

টালিগঞ্জের রাধা স্টুডিওতে ‘চলচ্চিত্র শতবর্ষ ভবনে’ পুরোনো দিনে চলচ্চিত্র শিল্পে ব্যবহৃত যন্ত্রপাতি নিয়ে সংগ্রহশালা গড়ার প্রস্তাব দেন চলচ্চিত্রকার হরনাথ চক্রবর্তী।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন সন্দীপ রায়, শাঁওলি মিত্র, সুমিত্রা সেন, জয় গোস্বামী, শিল্পী শুভাপ্রসন্ন, মেয়র শোভন চট্টোপাধ্যায়, লোক ও আদিবাসী সংস্কৃতি কমিটির চেয়ারম্যান বিধায়ক স্বপন দেবনাথ, যাত্রা অ্যাকাডেমির চেয়ারম্যান শশী পাঁজা প্রমুখ।

ভারতীয় সময়: ১৭৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।