ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

হাতির দাঁত উদ্ধার : গ্রেফতার ১

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১২

আগরতলা (ত্রিপুরা) :  বুধবার রাতে হাতির দাঁতসহ এক পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত ব্যক্তির কাছে তিন কেজি ওজনের মূল্যবান হাতির দাঁত পাওয়া গেছে।



আগরতলা শহরের উপকণ্ঠে থাকা রানীর বাজার থানার পুলিশ জানিয়েছে, তাদের এলাকা দিয়ে হাতির দাঁতের তস্করি হচ্ছে বহু দিন ধরেই। কিন্তু পুলিশ ধরতে পারছিল না পাচার চক্রটিকে।

বুধবার গভীর রাতে গোপন সূত্রে তাদের কাছে খবর আসে। সেইমতো সাদা পোশাকে পুলিশ নজর রাখতে শুরু করে এলাকায়।

রাতে দিলিপ দাস নামে এক জনকে আটক করে হাতির দাঁতসহ। একটি চটের ব্যাগে লুকানো ছিল দাঁত।
হাতির দাঁত খুব দুষ্প্রাপ্য এবং বিনা অনুমতিতে সংগ্রহ করা বেআইনি।

বাংলাদেশ সময় : ১২০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।