ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

তারি খান আগরতলায় আসছেন

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১২
তারি খান আগরতলায় আসছেন

আগরতলা (ত্রিপুরা) : পৃথিবীর সেরা তবলা শিল্পীদের ওস্তাদ তারি খান আগরতলায় আসছেন। শনিবার সন্ধ্যা ৬টায় আগরতলা নজরুল কলাক্ষেত্রে তবলার অনাস্বাদিত সৌন্দর্যের ডালি সাজিয়ে তিনি নিবেদন করবেন তার সৃষ্টির অফুরন্ত সম্ভার।



দেশ ভাগের পর এই প্রথম কোনো পাকিস্তানি শিল্পী উত্তর পূর্বাঞ্চল তথা আগরতলায় আসছেন। পুরো বিষয়টি নিয়ে আগরতলার মানুষ বেশ উদগ্রীব।

কলকাতা, গৌহাটি, শিলচর থেকেও শিল্পপ্রেমী মানুষ আসছেন আগরতলায় বিশ্ব বিখ্যাত এই তবলা শিল্পীর অনুষ্ঠান দেখতে।

তারি খান পাকিস্তানের নাগরিক। কিন্তু এখন তিনি থাকেন নিউজিল্যান্ডে। বর্তমানে তিনি ভারত ভ্রমণে এসেছেন।

বাংলাদেশ সময় : ১২৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।