ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

বউ ঠেকাতে বোমাতঙ্ক ছড়িয়ে আটক স্বামী

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১২

কলকাতা: স্বামী-স্ত্রীর মনোমালিন্য, ভুল বোঝাবুঝি, ঝগড়া, রেগে স্ত্রীর বাপের বাড়ি চলে যাওয়া, এ আর নতুন কী? আম বাঙালির জীবনে মাঝেমধ্যেই এরকম ঘটনা ঘটে। কিন্তু, মনোমালিন্যের জেরে যদি আটকে যায় ট্রেন? ছুটে আসতে হয় বম্ব স্কোয়াডকে, তাহলে? এমনই ঘটনা ঘটল বর্ধমান-হাওড়া কর্ড লাইনের চন্দনপুরে।



স্ত্রীর বাবার বাড়ি যাওয়া ঠেকাতে ভুয়া বোমাতঙ্ক ছড়ানোর অভিযোগে এক ব্যক্তিকে আটক করল পুলিশ। বোমাতঙ্কের জেরে গতকাল বুধবার রাতে হাওড়া-বর্ধমান কর্ডলাইনের চন্দননগরে আটকে দেওয়া হয় আপ কাঞ্চনকন্যা এক্সপ্রেস। তারপরই তদন্তে নেমে পুলিশ জানতে পারে, এই কাণ্ড ঘটিয়েছে উত্তর ২৪ পরগণা জেলার সাজিরহাটের এক বাসিন্দা।

বুধবার রাত ১০টা নাগাদ বোমাতঙ্কের খবরে চন্দনপুরে আটকে দেওয়া হয় আপ কাঞ্চনকন্যা এক্সপ্রেস। পৌঁছায় বম্ব স্কোয়াড। তন্নতন্ন করে খুঁজেও মেলেনি কোনও বিস্ফোরক। শেষ পর্যন্ত রাত পৌনে ২টা নাগাদ চন্দনপুর স্টেশন ছাড়ে কাঞ্চনকন্যা এক্সপ্রেস।
 
ভুয়া বোমাতঙ্কের তদন্তে নেমে পুলিশের হাতে চাঞ্চল্যকর তথ্য উঠে আসে। পুলিশ জানতে পারে, উত্তর ২৪ পরগনার সাজিরহাটের বাসিন্দা প্রতাপ মুখোপাধ্যায়ের সঙ্গে তার স্ত্রীর বুধবার ঝগড়া হয়। স্ত্রী ৬ বছরের কন্যাসন্তানকে নিয়ে শিলিগুড়িতে বাবার বাড়ি যাওয়ার জন্য কাঞ্চনকন্যা এক্সপ্রেসে চাপেন। এর পরই স্ত্রীর শিলিগুড়ি যাওয়া আটকাতে শিয়ালদা স্টেশনে কন্ট্রোল রুমে ফোন করে ক্যাঞ্চনকন্যা এক্সপ্রেসের এস-থ্রি কামরায় বোমা রাখা আছে বলে জানান প্রতাপ।

পুলিশের দাবি, প্রতাপ জেরায় জানিয়েছেন, শিয়ালদায় কন্ট্রোলরুমে ফোন করার পরই তিনি বর্ধমান চলে যান। ফোনে স্ত্রীকে বোঝান শিলিগুড়ি না যাওয়ার জন্য। প্রতাপের পরিকল্পনা ছিল, ট্রেন দাঁড়িয়ে গেলেই স্ত্রী বর্ধমানে চলে আসবেন। তার পর তিনজনে বাড়ি ফিরে যাবেন।

যদিও স্ত্রীকে আটকাতেই কি ওই ভুয়ো ফোন, না এর পিছেন অন্য কোনও কারণ আছে, তা খতিয়ে দেখছে রেল পুলিশ।

বাংলাদেশ সময়: ১৩১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।