ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ওরশ উপলক্ষে রাজবাড়ী থেকে ট্রেন এলো মেদিনীপুরে

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১২
ওরশ উপলক্ষে রাজবাড়ী থেকে ট্রেন এলো মেদিনীপুরে

কলকাতা: পশ্চিমবঙ্গের মেদিনীপুর শহরে জোড়া মসজিদের ওরশ শরীফের মেলায় যোগ দিতে শুক্রবার বাংলাদেশের রাজবাড়ী থেকে একটি বিশেষ ট্রেন এসেছে।

প্রতিবছরই এ ওরশে যোগ দিতে ভক্তরা সীমান্ত পেরিয়ে এ মেলায় আসেন।



শুক্রবার সকাল ৮টা নাগাদ বাংলাদেশ রেলওয়ের এই বিশেষ ট্রেনটি দর্শনা সীমান্ত অতিক্রম করে মেদিনীপুর আসে। কাজি ইরাদত আলী ও আঞ্জুমান-ই-কাদেরিয়ার নেতৃত্বে ট্রেনটিতে ১ হাজার ৮৬৫ যাত্রী ছিলেন। গতবছর এসেছিলেন ১ হাজার ৭৩৭ জন।

কলকাতার বাংলাদেশ দূতাবাস ও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এই যাত্রীদের মেদিনীপুর স্টেশনে স্বাগত জানানো হয়।

ইরাদত আলী বাংলানিউজকে বলেন, ৮৬ শিশু, ১ হাজার ৮৩ পুরুষ ও ৬৯৬ নারী এবার ওরশে এসেছেন। এছাড়াও অনেকে সড়কপথে ও বিমানপথে কলকাতা হয়ে আসবেন।

ভারতীয় রেল সূত্রে জানা গেছে, ২১টি বগিযুক্ত এই ট্রেনটি এখন খড়গপুর স্টেশনের কারসেডে রাখা হয়েছে। শনিবার রাত ১০টার পরে মেদিনীপুর স্টেশন থেকে এটি আবার বাংলাদেশের যাত্রীদের নিয়ে ফিরে যাবে।

উল্লেখ্য, ১১১ বছর ধরে চলছে এ ওরশ। প্রতিবছরই বাংলাদেশ থেকে ৪ ফালগুন ভক্তরা এখানে আসেন। মেদিনীপুর শহরের মির্জা মহল্লা এলাকায় বসে মেলা। এই মেলা ১৫ দিন ধরে চলে। বাংলাদেশ ছাড়াও রাজ্যের বিভিন্ন প্রান্তের সকল ধর্মের মানুষজন এ মেলায় এবং ওরশে অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৪২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।