ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

২১ ফেব্রুয়ারিতে নোম্যান্সল্যান্ডে ত্রিপুরা-বাংলাদেশিদের নানা অনুষ্ঠান

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১২

আগরতলা (ত্রিপুরা):  মঙ্গলবার ভারতের ত্রিপুরা রাজ্যের সর্বত্র পালিত হবে মহান মাতৃভাষা দিবস। এ উপলক্ষে বিভিন্ন জায়গায় নানা রকমের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

 

২১ ফেব্রুয়ারির অনুষ্ঠানকে ঘিরে বিভিন্ন মহলে শুরু হয়েছে জোর তৎপরতা।

ব্রাহ্মণবাড়িয়ার একটি সাংস্কৃতিক সংগঠন এবং আগরতলার একটি লিটিল ম্যাগাজিনের উদ্যোগে এবার আখাউড়ার নোম্যান্সল্যান্ডে হবে অনুষ্ঠান। মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় এ অনুষ্ঠান শুরু হবে।

ত্রিপুরা ও বাংলাদেশি শিল্পীরা এতে অংশ নেবেন। আগরতলায় মাতৃভাষা দিবস উপলক্ষে এ ধরনের অনুষ্ঠান এবারই প্রথম। “ আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো ২১শে ফেব্রুয়ারি”- শীর্ষক এ অনুষ্ঠানটি ঘিরে আগরতলার সংস্কৃতিপ্রেমী মানুষের মধ্যে দারুন উৎসাহ তৈরি হয়েছে।

ওই দিন সোনামুড়ার সীমান্ত এলাকায় হবে প্রভাত-ফেরি। সীমান্তে কাঁটাতারের বেড়ার দুপাশে দু দেশের মানুষ সকালে বর্ণাঢ্য মিছিল নিয়ে বের হবেন। এটা গত কয়েক বছর ধরে হয়ে আসছে। প্রভাতফেরিকে কেন্দ্র করে সীমান্তের দুপাড়ের মানুষ আরও কাছে আসার চেষ্টা করেন।

২১ ফেব্রুয়ারি সন্ধ্যায় নজরুল কলাক্ষেত্রে হবে আলোচনা সভা। সেখানে উপস্থিত থাকবেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকার। এছাড়াও বিভিন্ন মহকুমা এবং জেলায় নানা ভাষার ওপর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০২৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।