ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

বাংলাদেশ উপহাইকমিশনে পালিত হবে একুশে

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১২

কলকাতা: প্রতি বছরের মতো এবছরও কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশনে পালিত হবে আন্তর্জাতিক ভাষা দিবস।

মঙ্গলবার সকাল সাতটায় প্রভাত ফেরির মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হবে।

এদিন পার্কসার্কাস মোড়ে বাংলাদেশ গ্রন্থাগার ও তথ্য কেন্দ্রের ভবন থেকে এই প্রভাত ফেরিটি বের হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব সরণিতে উপদূতবাস প্রাঙ্গণে গিয়ে শেষ হবে।

কলকাতা উপহাইকমিশন প্রাঙ্গণে ঢাকার কেন্দ্রীয় শহীদমিনারের আদলে স্থাপিত শহীদমিনারে দিনব্যাপী চলবে শ্রদ্ধা জ্ঞাপন।

এরপরে সাতটা ৪৫ মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রাষ্ট্রপতি জিল্লুর রহমানের ভাষা দিবস উপলক্ষে দেওয়া বাণী পাঠ ও আলোচনা সভা হবে।

বিকালে ভারত ও বাংলাদেশের শিল্পীদের সমন্বয়ে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান হবে।

ভারতীয় সময়: ১৬০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।