ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

বৃহস্পতিবার পশ্চিমবঙ্গে সিনেমা হলে ধর্মঘট

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১২

কলকাতা: রাজ্যের সব সিনেমা হল বৃহস্পতিবার বন্ধ থাকবে।

কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে চলচ্চিত্রের ওপরে ১০ দশমিক ৩ শতাংশ সার্ভিস ট্যাক্স চালু করার প্রতিবাদে এ ধর্মঘট ডাকা হয়েছে বলে জানিয়েছে ফিল্ম ফেডারেশন অব ইন্ডিয়া ও ইম্পা।



তারা প্রশ্ন তুলেছে, রাজ্য সরকারের প্রমোদ কর দেওয়ার পরে অতিরিক্ত সার্ভিস ট্যাক্স দিতে হবে কেন?

ইম্পা জানিয়েছে, ২৩ ফেব্রুয়ারি রাজ্যের ৬০০টি সিনেমা হল বন্ধ থাকবে।

কলকাতা শহরেও ৪৫টি সিনেমা হল বন্ধ থাকবে।

এর ফলে হল মালিক ও রাজ্য সরকারের অনেক টাকা ক্ষতি হবে বলে জানিয়েছে তারা।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘন্টা, ফেব্রুয়ারি ২২, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।