ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ছিটমহলে ডিজিটাল পরিসেবার উদ্বোধন ভাষা দিবসে

রক্তিম দাশ. ব্যুরো চিফ | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১২
ছিটমহলে ডিজিটাল পরিসেবার উদ্বোধন ভাষা দিবসে

কলকাতা: ভারতের মধ্যে অবস্থিত পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার বাংলাদেশি ছিটমহল  মশালডাঙায় ডিজিটাল পরিসেবার উদ্বোধন হলো আন্তর্জাতিক ভাষা দিবসে।

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘ডিজিটাল বাংলাদেশ’-র ঘোষণায় অনুপ্রাণিত হয়ে এই ‘ভিশন ডিজিটাল ছিটমহল’ এর মতো একটি অভিনব কর্মসূচি শুরু করলেন ভারত-বাংলাদেশে ছিটমহল বিনিময় সমন্বয় কমিটি।

এদিন এই লাপটপ ও কমপিউটারের সাহায্যে ইন্টারনেট পরিসেবা ও একটি কমপিউটার শিক্ষণ কেন্দ্র বিনামূল্যে চালু করা হলো ছিটমহলবাসীদের জন্য।

মশালডাঙা ছিটে এই সকাল সাড়ে ১০টায় এই কর্মসূচির উদ্বোধন করেন কোচবিহারের পুলিশ সুপার প্রণব কুমার দাস।

এদিন প্রণব কুমার দাস বলেন, শান্তিপূর্ণ ভাবে দ্বীপক্ষিয় আলোচনার মধ্য দিয়ে এই সমস্যার সমাধান সম্ভব। ছিটমহলের মানুষজনের মধ্যে যোগাযোগের জন্য এই উদ্যোগের সফলতা কামনা করি।

এই অনুষ্ষ্ঠানের পর একটি সংবাদ সম্মেলন করা হয়। ছিটমহল বিনিময় কমিটির সহ সম্পাদক দীপ্তিমান সেনগুপ্ত বলেন, আমরা শুধু এই কর্মসূচী নিয়েই থেকে থাকবো না। ছিটমহল বিনিময়ের দাবি নিয়ে আজ থেকে যতক্ষণ পর্যন্ত বিনিময় না হচ্ছে আমরা অনশন কর্মসূচী শুরু করছি।

ভারতীয় সময়: ২১৩০ ঘন্টা, ফেব্রুয়ারি ২১, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।