ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ত্রিপুরার বাজেট অধিবেশন শুরু ২৪ ফেব্রুয়ারি

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১২

আগরতলা (ত্রিপুরা): ত্রিপুরা রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন শুরু হচ্ছে ২৪ ফেব্রুয়ারি । চলবে ২২ মার্চ পর্যন্ত।

এই ২৮ দিনে অধিবেশন বসবে কার্যত ১০ দিন।

মঙ্গলবার বাণিজ্য উপদেষ্টা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

২৪ ফেব্রুয়ারি রাজ্যপাল ডি ওয়াই পাতিলের ভাষণের মধ্য দিয়ে শুরু হবে এবারের বিধানসভা অধিবেশন।

২৭ ফেব্রুয়ারি রাজ্যের অর্থমন্ত্রী বাদল চৌধুরী ২০১২-১৩ অর্থ বছরের পূর্ণাঙ্গ বাজেট পেশ করবেন। অধিবেশনের পরের দিনগুলোয় এই বাজেটের ওপর চলবে আলোচনা।

গত ১৪ বছর ধরে অর্থমন্ত্রী বাদল চৌধুরী করহীন বাজেট উপহার দিয়েছেন রাজ্যবাসীকে। এবার বাজেটে নতুন কী থাকবে তা দেখতে আগ্রহী সব মহল। বিরোধীরাও মুখিয়ে আছে এবারের বাজেট দেখতে, কারণ রাজ্য সরকার প্রচণ্ডভাবে আর্থিক সমস্যায় রয়েছে। সিদ্ধান্ত নিয়েও চাকরি দিতে পারছে না সরকার।

বাংলাদেশ সময়: ২১৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।