ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

বৃহস্পতিবার পশ্চিমবঙ্গে সিনেমা হলে ধর্মঘট

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১২

কলকাতা: রাজ্যের সব সিনেমাহল বৃহস্পতিবার বন্ধ থাকবে বলে জানিয়েছে ফিল্ম
ফেডারেশন অব ইন্ডিয়া ও ইম্পা।

কেন্দ্রীয় সরকার চলচ্চিত্রের ওপরে ১০দশমিক ৩ শতাংশ সার্ভিস ট্যাক্স চালু
করেছে।


তাদের বক্তব্য, রাজ্যে সরকারের প্রমোদ কর দেওয়ার পরে অতিরিক্ত
সার্ভিস ট্যাক্স দিতে হবে কেন। এরই বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এ কর্মসূচি নেওয়া হয়েছে
বলে সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে।

ইম্পা জানিয়েছে, ২৩ ফেব্রুয়ারি রাজ্যের ৬০০টি সিনেমা হল বন্ধ থাকবে।
কলকাতা শহরের ওপরে ৪৫টি সিনেমা হল বন্ধ থাকবে।

এ ধর্মঘটে হল, মালিক ও রাজ্য সরকারের অনেক টাকা ক্ষতি হবে বলে সংস্থটি আরও জানিয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।