ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

পশ্চিমবঙ্গে শুরু হলো মাধ্যমিক পরীক্ষা

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১২

কলকাতা: পশ্চিমবঙ্গে শুরু হলো মাধ্যমিক পরীক্ষা। শুক্রবার থেকে শুরু হওয়া এ পরীক্ষ চলবে আগামী ৭ মার্চ পর্যন্ত।



এবার মোট ১০ লাখ ১৬ হাজার ৮১ জন মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে। এরমধ্যে ৫ লাখ ২৫ হাজার ৫০৭ জন ছাত্রী এবং ৪ লাখ ৯০ হাজার ৫৭৪ জন ছাত্র।

‍গতবছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১০ লাখ ৫ হাজার ১২৬ জন।

এবার মাধ্যমিকে বহিরাগত পরীক্ষার্থীদের সংখ্যা ১ হাজার ৭৫০ জন। এরমধ্যে ছাত্র রয়েছে ১ হাজার ৩৫ এবং ছাত্রী ৭১৫ জন।

বেশ কয়েকটি পরীক্ষা কেন্দ্রে ভিডিও রেকর্ডিং করার ব্যবস্থা করেছে মধ্যশিক্ষা পর্ষদ। তবে কতগুলোর কেন্দ্রে ভিডিও রেকর্ডিং হবে তা নির্দিষ্ট করে পর্ষদ জানাতে পারেনি।

এবার ২ হাজার ৪৪২টি কেন্দ্র থেকে পরীক্ষা নেওয়া হবে। মোট ১৪টি সংশোধনাগার ও বিভিন্ন হোম থেকে ১১৫ জন মাধ্যমিক পরীক্ষায় দেবে।

ইতিমধ্যে পর্ষদের পক্ষ থেকে সুষ্ঠুভাবে পরীক্ষা পরিচালনার জন্য দুটি কন্ট্রোল রুম খোলা হয়েছে। পরীক্ষা চলাকালীন সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত এই কন্ট্রোল রুম দুটি খোলা থাকবে।

এদিকে মাধ্যমিক পরীক্ষা নির্বিঘ্নে শেষ করতে বেশ কিছু উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বিশেষ করে বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর ও পুরুলিয়া এই তিনটি স্পর্শকাতর জেলার জন্য নজরদারির ব্যবস্থা রাখা হচ্ছে। এইসব জেলার জেলা শাসকরা এই নজরদারি চালাবেন।

এছাড়াও রাজ্যের বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে বোর্ডের পরিদর্শকরা ‘সারপ্রাইজ ভিজিট’ করবেন। পরীক্ষা কেন্দ্রে গণ্ডগোল বা বিশৃংখলা এড়াতে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। মোবাইল ফোন, ক্যালকুলেটরসহ যে কোনো ধরনের ইলেকট্রিনিক গেজেট পরীক্ষা কেন্দ্রে নিষিদ্ধ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১১০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।