ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কলকাতার রাজপথে ফের গণধর্ষণে মৃত্যু

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১২

কলকাতা: কলকাতার প্রধান সড়কে আবারও গণধর্ষণের ঘটনা ঘটেছে। শুক্রবার উত্তর কলকাতার দক্ষিণেশ্বরে নিবেদিতা সেতুর কাছে এক নারীকে ধর্ষণ করে সড়কে ফেলে দেওয়া হয়।



পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই নারীর মৃত্যু হয়।

ওই নারীর মৃত্যুর আগে তার জবানবন্দিতে জানা গেছে, ডানলপের ঝুপড়ির বাসিন্দা ৩০ বছর বয়সী এই নারী ভোর ৩টার দিকে বরানগর আইএসআই হাসপাতালের কাছে কাগজ কুড়াচ্ছিলেন। সেই সময় তাকে জোর করে একটি গাড়িতে তুলে নিবেদিতা সেতুর কাছে নিয়ে যাওয়া হয়। সেখানে দু’জন তাকে ধর্ষণ করে। পরে সেতুর পাশে সড়কে ফেলে রেখে ধর্ষণকারীরা পালিয়ে যায়।

পুলিশ জানিয়েছে, ভোরে সেতুর উপর রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে তাকে উত্তরপাড়া হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার রাতে হাসপাতালে ওই নারীর মৃত্যু হয়। পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে।

বাংলাদেশ সময়: ১৪১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।