ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

রাজ্য মন্ত্রিসভায় ফের রদবদল করলেন মমতা

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১২
রাজ্য মন্ত্রিসভায় ফের রদবদল করলেন মমতা

কলকাতা: ফের রদবদল ঘটল রাজ্য মন্ত্রিসভায়। এ নিয়ে গত নয় মাসে ৪ বার রাজ্য মন্ত্রীসভায় রদবদল ঘট‍ালেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।



শনিবার মহাকরণ সূত্রে জানা গেছে, আবাসন দফতর থেকে সরিয়ে দেওয়া হলো শ্যামাপদ মুখোপাধ্যায়কে। তার পরিবর্তে এই দফতরের স্বাধীন দায়িত্ব দেওয়া হলো এই দফতরেরই প্রতিমন্ত্রী অরূপ বিশ্বাসকে। যুবকল্যাণ দফতরের পাশাপাশি এখন
থেকে আবাসন দফতরও তিনি সামলাবেন।

অন্যদিকে শ্যামাপদ মুখোপাধ্যায়কে শিশুকল্যাণ দফতরের পূর্ণমন্ত্রী করা হলো।

উল্লেখ্য এতদিন রাজ্যের শিশু, নারী ও সমাজকল্যাণ দফতর ছিল সাবিত্রী মিত্রের হাতে।

বাংলাদেশ সময়: ১৪২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।