ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

তিস্তা নিয়ে বসতে যাচ্ছেন হাসিনা-মমতা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১২
তিস্তা নিয়ে বসতে যাচ্ছেন হাসিনা-মমতা

নয়াদিল্লি: এবার তিস্তার পানি বণ্টন চুক্তির জট কাটাতে প্রণব মুখার্জির পরামর্শে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে বৈঠকে বসতে চলেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার দু’দিনের সফর শেষে ঢাকায় ফিরে যাওয়ার আগে বাংলাদেশে স্বরাষ্টমন্ত্রী অ্যাড. সাহারা খাতুনের সফরসঙ্গী বাংলাদেশের প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী নয়াদিল্লিতে এমনই ইঙ্গিত দিয়েছেন।



তবে কবে এই বহু প্রতীক্ষিত বৈঠকটি হবে, তা এখনও চূড়ান্ত হয়নি বলে একটি সুত্রে জানা গেছে।

সাউথ ব্লকের একটি সূত্র জানাচ্ছে, আগামী ৮ মার্চ ঢাকা সফরে যাচ্ছেন ভারতের অর্থমন্ত্রী প্রণব মুখার্জি। তখনই তার সঙ্গে বিস্তারিত আলোচনা করবেন শেখ হাসিনা।

সূত্রমতে, মমতার সঙ্গে বৈঠকের আয়োজন করতে প্রণব মুখার্জিকে ব্যক্তিগত উদ্যোগ নিতে অনুরোধ করা হয়েছে বাংলাদেশের তরফে।

তিস্তার সমাধান সূত্র খোঁজার জন্য শেখ হাসিনার এই উদ্যোগকে ইতিমধ্যেই স্বাগত জানিয়েছে দু’দেশের কূটনৈতিক মহল। তাদের দৃঢ় বিশ্বাস, মমতা-হাসিনা মুখোমুখি সংলাপে বসলে এই সমস্যার সমাধান হবে।

সাউথ ব্লকের সুত্রটি আরও জানাচ্ছে, বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাড. সাহারা খাতুন প্রধানমন্ত্রী মনমোহন সিং ও অর্থমন্ত্রী প্রণব মুখার্জির সঙ্গে বৈঠকে তিস্তা চুক্তির ভবিষ্যৎ জানতে চেয়েছিলেন। দুজনেই বলেছেন, তিস্তা চুক্তি নিয়ে সংশ্লিষ্ট সবাইকে নিয়ে ঐক্যমতে পৌঁছানোর চেষ্টা চলছে।

প্রণব মুখার্জি এবিষয়ে পরামর্শ দেন, দিল্লি যেমন মমতাকে বোঝানোর চেষ্টা করছে, তেমনই বাংলাদেশের প্রধানমন্ত্রীও একবার মমতার সঙ্গে ব্যক্তিগত বৈঠকে বসুন। তাহলেই একটা নির্ভরযোগ্য সমাধান সূত্র বের করা সম্ভব হবে।

তিনি এও আশ্বাস দেন, তিনি নিজে এবিষয়ে মমতাকে আবারো বোঝাবেন।

প্রণব মুখার্জির পরামর্শ মতো মমতার সঙ্গে বৈঠকের সিদ্ধান্ত নিয়ে ফেলেছে ঢাকা এমনটাই ইঙ্গিত মিলেছে গওহর রিজভীর কথায়।

ভারতীয় সময়: ১১৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।