ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কলকাতা পুলিশের অভিনব মোবাইল বার্তা

রক্তিম দাশ. ব্যুরো চিফ | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১২
কলকাতা পুলিশের অভিনব মোবাইল বার্তা

কলকাতা: মুখ্যমন্ত্রীর হওয়ার পরই মমতা ব্যানার্জি ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়ে পরা গাড়ির আরোহী ও পথচারিদের ক্লান্তি লাঘব করতে মিউজিক থেরাপির সাহায্য নিয়েছিলেন। সাধারণ বাঙালির মতো এই কাজেও তিনি রবীন্দ্রনাথের শরনাপন্ন হয়েছিলেন।

কলকাতার সব টাফ্রিক সিগনালে তার নির্দেশে বাজানো শুরু হয় রবীন্দ্র সংগীত।

ট্রাফিক সিগনালের বক্সে লাগানো গানের পেন ড্রাইভ চুরির কারণে এ কাজ বাধা প্রাপ্ত হলেও পরে তা আবার চালু হয়।

এবার সেই উদ্যোগ আরো প্রসারিত করতে কলকাতা পুলিশ পথচারী ও গাড়ির চালকদের সচেতন করতে অভিনব পন্থা শুরু করেছেন মোবাইলে এসএমএস পাঠানোর মধ্য দিয়ে।

দ্রুত, নিরাপদ এবং স্বচ্ছন্দ সফরের কামনা ও শুভেচ্ছা জানিয়ে কলকাতা পুলিশের ঘন ঘন বার্তা আসছে মোবাইলে। সেই সঙ্গে আসছে ছড়ার লাইন।

সম্প্রতি টলিউড সিনেমা খোকাবাবুর আদলে-‘খোকাবাবু যায়, হেলমেট কোথায়?’ ইতিমধ্যেই বেশ জনপ্রিয় হয়েছে।

ভারতীয় টিভি চ্যানেলে প্রচারিত ২টি জনপ্রিয় বিজ্ঞাপনের আদলে তৈরি হয়েছে, ‘জোর কা ঝটকা ধীরে সে লগে’ এবং ‘অগর সিটবেল্ট লাগা ডালা-তো লাইফ ঝিঙ্গা লা লা’।

পুরানো বাংলা সিনেমার আদলে বার্তা- ‘এক মিনিটের একটু কথা, আরও একটু পরে হলে ক্ষতি কী?’ আবার ‘গুপি বাঘার দেশে, জেব্রা ধরে হাঁটুন সবাই এমনি ভালবেশে। ‘

এই বার্তা গুলির মধ্য দিয়ে সিটবেল্ট, হেলমেট ব্যবহার বা গাড়ি চালানোসহ সড়কে চলার সময় মোবাইলের ব্যবহার না করার চমৎকার উদ্যোগ।

পরের বার্তা ‘দিমাগ কী বাত্তি জ্বলাও, সাবধানিসে চলাও’। সেই সঙ্গে নিরন্তর আসছে পথ অবরোধ, যানজটের খবর, বিকল্প পথের সন্ধানও। আধুনিকতার যুগে প্রযুক্তি ব্যবহার করে কলকাতা পুলিশের এই উদ্যোগেকে নিঃসন্দেহে প্রশংসা করতেই হবে।

বাংলাদেশ সময়: ১৩৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।